এগারো বছর আগে আইপিএলে ব্যাট হাতে যে রকম তাণ্ডব চালিয়েছিলেন ক্রিস গেইল, রবিবারꦜ মেয়েদের বিগ ব্যাশ লিগে ঠিক তেমনই বিধ্বংসী ব্যাটিং করেন লিজেল লি। দক্ষিণ আফ্রিকার ৩২ বছর বয়সী ওপেনার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগে এমন এক কৃতিত্ব অর্জন করেন, যা এর আগে আর কেউ কখনও করে দেখাতে পারেননিꦚ।
আসলে লিজেল লি মহিলা বিগ ব্যাশ লিগের ইতিহাসে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলার সর্বকালীন রেকর্ড গড়েন। প্রথম ক্রিকেটার হিসেবে উইমেন🤡্স বিগ ব্যাশ লিগে দেড়শো রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন তিনি।
রবিবার সিডনিতে চলতি উইমেন্স বিগ ব্যাশ লিগের ২১তম ম্যাচে সম্মুখসমরে নামে হবার্ট হ্যারিকেনস ও পারথ স্কর্চার্স। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে হবার্ট। ড্🍸যানি ওয়াটকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন লিজেল লি। ম্যাচের একেবারে শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন তিনি।
লি ৬টি চার ও ৩🍃টি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকান ৫১ বলে। সাহায্য নেন ৯টি চার ও ৮টি ছক্কার। অর্থাৎ, হাফ-সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে লি খরচ করেন মোটে ২২টি বল। শেষমেশ ৭৫ বলে ১৫০ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে নট-আউট থাকেন লিজেল। তিনি ১ﷺ২টি চার ও ১২টি ছক্কা মারেন।
উইমেন্স বিগ ব্যাশ লিগে এই প্রথমবার কেউ ব্যক্তিগত ১৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন। সেদিক থেকে সর্বকালীন ইতিহাস গড়েন লি। তিনি টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলার রেকর্ড গড়েন। এর আগে মেয়েদের বিগ ব্যাশ লিগে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস ছিল গ্রেস হ্যারিসের। তিনি ২০২৩ সালে ১২টি চার ও ১১টি ছক্কার সাহায্য꧃ে ৫৯ বলে ১৩৬ রান করে নট-আউট ছিলেন।
তাছাড়া মেয়েদের বিগ ব্যাশ লিগে এক ইনিংসে ১২টি ছক্কা আর কেউ কখনও মারতে পারেননি। সেদিক থেকেও গ্রেস হ্যারিসের সর্বকালীন রেকর্ড ভেঙে দেন লিজেল লি𓆏।