Southern Super Stars vs Konark Suryas Odisha: টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কোনারক সূর্যাস ওড়িশা অধিনায়ক ইরফান পাঠান টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। টস হেরে প্রথমে ব্যাট ক🅘রতে আসা সাদার্ন সুপারস্টার্স। তবে সাদার্ন সুপার স্টার্স দল হতাশাজনক শুরু করেছিল এবং দলটি প্রথম বড় ধাক্কা খায় যখন তারা শ্রীবৎস গোস্বামীর উইকেট হারায়। দলের রান যখন মাত্র এক তখন শূন্য করে সাজঘরে ফিরে যান শ্রীবৎস গোস্বামী। এরপর মার্টিন গাপ্তিল ও হ্যামিল্টন মাসাকাদজা একসঙ্গে ইনিংসের দায়িত্ব নেন এবং ৭৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।
আরও পড়ুন.. IND v♐s NZ: শুধু বৃষ্টি নয়, এই প্রযুক্তিও শেষ চারদিনে উদ্যোক্তাদের মাথা ব্যথার কারণ হতে পারে
প্রথম ইনিংসের স্কোরকার্ড দেখুন:
সাদার্ন সুপার স্টার্স দল নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৪ রান করে। সাদার্ন সুপারস্টার্সদের হয়ে হ্যামিল্টন মাসাকাদজা সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেন। এই বিস্ফোরক ইনিংসে হ্যামিল্টন মাসাকাদজা ৫৮ ব✃লে আটটি চার ও পাঁচটি ছক🎶্কা হাঁকান। হ্যামিল্টন মাসাকাদজা ছাড়াও ৩৩ রান করেন পবন নেগি।
আরও পড়ুন.. ভিডিয়ো- টিমের মধ্যে ভারত নিয়ে কথা বলা যাবে না: পাকিস্তান শিবিরে নতুন ফতোয়া! ফাঁস করলেন মহম্♏মদ হ্যারিཧস
শ্রীবৎস গোস্বামীর রূপে ওড়িশা দলকে প্রথম সাফল্য এনে দেন কোনারক সূর্যাস ওড়িশার দিবেশ পাঠানিয়া। কোনারক সূর্যাস ওড়িশার পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন দিলশান মুনাবিরা। দিলশান মুনাবিরা ছাড়াও অধিনায়ক♍ ইরফান পাঠান ও দিবেশ পাঠানিয়া একটি করে উইকেট নেন। কোনারক সূর্যাস ওড়িশার দলকে এই ম্যাচে জিততে হলে ২০ ওভারে ১৬৫ রান করতে হবে। এই ম্যাচ জিতে দুই দলই লেজেন্ডস লিগ ক্রিকেটের শিরোপা দখল করতে চাইবে।
আরও পড়ুন.. IPL 2025🧔: ট্র্যাভিস হেড বা প্যাট কামিন্স নয়, এই প্রোটিয়া তারকার জন্য সবচেয়ে বেশি খরচ করবে SRꦺH
দ্বিতীয় ইনিংসের স্কোরকার্ড দেখুন:
তবে কোনারক সূর্যাস ওড়িশার শুরুটা ভালো হলেও মাঝে মাঝেই উইকেট হারাতে থাকে। দিলশান মুনাবিরাকে আউট করে সাদার্ন সুপারস্টার্সদের প্রথম সাফল্য♚ এনে দেন আবদুর রাজ্জাক। দলের ১৯ রানের প্রথম উইকেট হারায় কোনারক সূর্যাস ওড়িশা। এরপরে রিচার্ড লেভি ১১ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে যান। ইরফান পাঠান মাত্র ৩ রান করে হামিদের শিকার হন। কেভিন ও'ব্রায়েন২৪🎶 বলে ১৭ রান করে সাজঘরে ফিরে যান। ৯.৩ ওভারে ৬১ রানের মধ্যেই চার উইকেট হারিয়েছিল কোনারক সূর্যাস ওড়িশা। এরপরে অবশ্য লড়াই চালান ইউসুফ পাঠান।
২৬ বলে নিজের অর্ধশতক করেন ইউসুফ পাঠান। এদিকে বিনয় কুমারও চার 🐻বলে ২ রান করে সাজঘরে ফিরে যান। একটা সময়ে ২৪ বলে ৪৮ রান দরকার ছিল। সেই সময়ে ৫০ রান করে ক্রিজে ছিলেন ইউসুফ পাঠান। এরপরে ম্যাচের রঙ বদলে দেন নাভিন স্টুয়ার্ট। পরপর নয়টি বল খেলে কোনও রান না করায় চাপে পরে যায় কোনারক সূর্যাস ওড়িশা। এরপরে আউট হয়ে গিয়ে দলকে আরও চাপে ফেলে দেন তিনি। একটা সময়ে ১৮ বলে কোনারক সূর্যাস ওড়িশার দরকার ছিল ১৮ বলে ৪৭ রান। এরপরে ম্যাচের রঙ বদলে দেন ইউসুফ পাঠান। ৩৩ বলে ৬৬ রান করে লড়াই চালা তিনি। একটা সময়ে কোনারক সূর্যাস ওড়িশার ম্যাচ জিততে দরকার ছিল ১০ বলে ২৫ রান। শেষে গিয়ে কোনারক সূর্যাস ♓ওড়িশার এক ওভারে সাত রান দরকার ছিল। নির্ধারিত ২০ ওভারে ১৬৪/৯ রান তোলে কোনারক সূর্যাস ওড়িশা। ম্য়াচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে প্রথমে 🐭ব্যাট করতে নেমে কোনারক সূর্যাস ওড়িশা এক ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৩ রান তোলে। এর জবাবে সাদার্ন সুপার স্টার্সের হয়ে ব্যাট করতে নামেন মার্টিন গাপ্তিল। ১৪ রান তাড়া করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি। দ্বিতীয় বলেও ছক্কা মারেন তিনি। শেষে বব নেগির ব্যাট থেকে বিজয়ী রান আসে। এবং এর ফলে চ্যাম্পিয়ন হয় সাদার্ন সুপার স্টার্স।