Konark Suryas Odisha vs Manipal Tigers: লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৪ এর নতুন মরশুম শুরু হয়ে গিয়েছে। যোধপুরে খেলা প্রথম ম্যাচে ইরফান পাঠানের কোনারক সূর্যাস ওড়িশা হরভজন সিংয়ের নেতৃত্বে মনিপাল টাইগার্সকে ২ রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে কোনারক সূর্যাস ওড়িশার দল নির্ধিরত ২০ ওভারে ৯ উইকেট হার♔িয়ে ১০৪ রান তোলে। জবাবে মনিপাল টাইগার্স দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০২ রান তুলতে সক্ষম হয়েছিল। কোনারক সূর্যাস ওড়িশার জয়ের নায়ক ছিলেন তাদের দলের অধিনায়ক ইরফান পাঠান, যিনি শেষ পাঁচ বলে ৬ রান রক্ষা করেন।
আরও পড়ুন… IND vs BAN Test: টেস্টে কিন্তু আমি এত বাউন্স করি না- ৪ উইকেট নিয়ে কী বললেন জসপ্রীত বুম🤪র🧸াহ?
শেষ বলে দুরন্ত ক্যাচ নিলেন অম্বাতি রায়ডু। হরভজন সিংয়ের দলের শেষ বলে ম্যাচ জিততে দরকার ছিল মাত্র তিন রান। সেই সময়ে ব্য়াট করছিলেন ওবুস পাইনার। শেষ বলে চার মারলেই ম্যাচ জ🎶িতে 🤪যেত তারা। সেই ভেবে ইরফান পাঠানের ওভারের শেষ বলে বড় হিট করেন ওবুস পাইনার। তবে বাউন্ডারি লাইনে দারুণ ক্য়াচ ধরেন অম্বাতি রায়ডু। এই ক্যাচের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে।
দেখুন সেই ক্যাচের ভিডিয়ো:
আরও পড়ুন… Duleep Trophy: ෴অভিমন্যু ঈশ্বরন থেকে অভিষেক পোড়েল, বাংলার দুই তারকার ব্যাটে জমে উঠল দ্বিতীয় দিন
৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন অম্বাতি রায়ডু-
এর আগে হরভজন সিং টস জিতে ইরফান পাঠানের দলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান এবং তার সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হয়। ♊প্রথমে ব্যাট করতে আসা কোনারক সূর্যাস ওড়িশার শুরুটা মোটেও ভালো হয়নি। মাত্র ৩২ রানে ৪ উইকেট হারায় দল। রিচার্ড লেভি 6, অম্বাতি রায়ডু ৮ এবং কেভিন ও'ব্রায়েন মাত্র ৬ রান করেন। রস টেলরও ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক ইরফান পাঠান ২৩ বলে ১৮ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে, নেভিন স্টুয়ার্ট ১২ বলে ১৭ রান এবং বিনয় কুমার ৫ বলে ১১ রান করেন। এই ভাবে কোনারক সূর্যাস ওড়িশা ১০০ রান টপকায়। অনুরত সিং ২টি ও ꧟হরভজন সিং ১টি উইকেট নেন।
আরও পড়ুন… AFG vs SA: ১১০ বলে ১০৫ রান! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান, এܫকাধিক নজির গড়লেন KKR-এর আফগান তারকা গুরবাজ
খাতা না খুলেই আউট হন রবিন উথাপ্পা
লক্ষ্য তাড়া করতে নেমে মনিপাল টাইগার্সদের শুরুটা ছিল আরও খারাপ। মাত্র ৪ রানে ৩ উইকেট হারায় দল। খাতাও খুলতে পারেননি রবিন উথাপ্পা ও সলোমন মীর। মনোজ তিওয়ারি মাত্র ২ রান করতে পারেন এবং সৌরভ তিওয়ারিও বড় রান করতে পারেননি। তিনি মাত্র ৫ রানে সাজঘরে ফিরে যান। দলটি মাত্র ৩৮ রানে ৬ উইকেট হারায় এবং মনে হয়েছিল ম্যাচটি একতরফা হবে। তবে লোয়ার অর্ডারে ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ৩৮ বলে ৩০ রানཧ এবং ওবুস পাইনার ২৪ বলে ৩৪ রান করে ইনিংস সামলেছেন। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৩ রান কিন্তু ওবাস পিয়নারকে আউট করে দলকে জয় এনে দেন ইরফান পাঠান। তিনি ১টি এবং শাহবাজ নাদিম ও বিনয় কুমার ২টি করে উইকেট শিকার করেন।