মহারাজা ট্রফিতে ব্যাটে-বলে দাপুটে ক্রিকেট উপহার দিল গুগবার্গা মিস্টিকস। সোমবার টুর্নামেন্টের ১৭তম ল🙈িগ ম্যাচে শিবমগ্গা লায়নসকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিল তারা। সৌজন্যে, হার্দিক রাজের দুরন্ত বোলিং এবং এলআর চেতনের দাপুটে ব্যাটিং।
চিন্নাস্বামীতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে শিবমগ্গা লায়নস। তারা ১৭.৪ ওভারে মাত্র ১২১ রানে অল-আউট হয়ে যায়। রোহন নবীন ও রোহিত কুমার ছাড়া শিবমগ্গার আর কোনও ব্যাটার তেমন একটা প্রতিরোধ গড়তে পারেননি গুলবার্গার বোলারদের সামনে। রোহন ৪টি চার ও ২টি ছক্কার সা🍎হায্যে ২⛄৪ বলে ৩৩ রান করে আউট হন। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২৫ রান করেন রোহিত।
এছাড়া নিহাল উল্লাল ১🍒৫, শ্রেয়স গোপাল ১৬, প্রণব ভাটিয়া ১৯, ক্রান্তি কুমার ৫, এইচএস শরৎ ২ ও আদিত্য সোমান্না ১ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি রোহন কদম, অভিনব মনোহর ও এস শিবরাজ।
গুলবার্গার হার্দিক রাজ ৪ ওভার বল করে ১টি মেডেন-সহ ২৭ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন অভিলাষ শেট্টি ও বিজয়কুমার বৈশাক। ১টি করে উইকেট পকেটে পোরেন অম𓆉িত বর্মা ও ম্য়াকনেলღ নরনহা।
জবাবে ব্যাট করতে নেমে গুলবার্গা মিস্টিকস মাত্র ১২.৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১২৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪৪ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে তারা। ওপেন করতে নেমে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন ജএলআর চেতন। তিনি ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৩৭ রান করে আউট হন আদর্শ প্রজ্বল। ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ২৭ রান করে নট-আউট থাকেন ম্যাকনেল।
♔আরও পড়ুন:- T20I-তে মেডেন নেওয়ার বিরল রেকর্ড বুমরাহর, ভুবনেশ্বরের নজিরে ভাগ বসালেন জসপ্রীত
শিবমগ্গার হয়ে একমাত্র উইকে𒁃টটি নেন শ্রেয়স গোপাল। যদিও🍒 তিনি ৩.৪ ওভার বল করে ৪০ রান খরচ করেন। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন গুলবার্গার হার্দিক।
উল্লেখ্য, টুর্নামেন্টের ৬ ম্যাচে এটি ﷺগুলবার্গার তৃতীয় জয়। তারা ৩টি ম্যাচে পরাজিত হয়েছে। অন্যদিকে শিবমগ্গাও টুর্নামেন্টের ৬ ম্যাচে মাঠে নেমে ৩টি ম্যাচ জিতেছে এবং পরাজিত হয়েছে ৩টি ম্যাচে। হুবলি টাইগার্স ৬ ম্যাচের ৫টিতে জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে।