বর্তমানে ভারতীয় ক্রিকেট দল রয়েছে ৪২ দিনের বিরল বিরতিতে। সাধারণত ভারতীয় ক্রিকেট দলের ক্রীড়াসূচি যেমন বানানো হয় তাতে কখনই প্রায় দেড় মাসের বিরতি দেখা যায়নি সাম্প্রতিককালে। সেপ্টেম্বর মাসের 🍒১৯ তারিখ থেকেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফের মাঠে নামবে টিম ইন্ডিয়া।দেশের মাটিতে রয়েছে দুটি টেস্ট বাংলাদেশের বিপক্ষে, এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেও ভারতের মাটিতে রয়েছে তিন ম্যাচের সিরিজ, এরপরই টিম ইন্ডি💙য়া যাবে অস্ট্রেলিয়ায় বহুকাঙ্খিত বর্ডার গাভাসকর ট্রফিতে অংশগ্রহণ করতে।
আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং দাবি করেছিলেন অস্ট্রেলিয়া. বর্ডার গ𒊎াভাসকর সিরিজে ৩-১ ফলে জিততে চলেছে। এরপর তাঁকে পাল্টা দেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী, তিনি মনে করিয়ে দিয়েছিলেন ২০১৮-১৯ সালে এবং ২০২০-২১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে কি ফল হয়েছিল। যদিও অজিদের প্রাক্তন তারকা ম্যাথিউ হেডেন কিন্তু দুই দলের কাউকেই এগিয়ে রাখছেন না। তাঁর মতে সামান্য ব্যবধানে হলেও কেউ কারোর থেকে এগিয়ে নেই,দুই দলের কাছেই সমান সমান সুযোগ রয়েছে।
সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠা🔯নে যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ব্যাটার হেডেন। সেখানেই তিনি অবশ্য জানিয়ে দিলেন, বিসিসিআই একটা মস্ত বড় ভুল করে ফেলেছে, যার খেসারত দিতে হতে পারে তাঁদের দলকে। তাঁর কথায় চেতেশ্বর পূজারাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাসকর সিরিজে রাখা উচিত ছিল ভারতের। তবে বিসিসিআই শেষ এক বছরে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে, আজিঙ্কা রাহানে বা চেতেশ্বর পূজারা, আর কাউকেই তাঁরা দলে ফেরাতে চাননা, যুবদের সুযোগ দেওয়ার জন্য।
হেডেনের কথায়, ‘যদি দুই দলের লাইন আপ দেখা যায় তাহলে কে এগিয়ে, কে পিছিয়ে বলা যাবে না আমার মনে হয়। ম্যাচে কারোর বড় রানই পার্থক্য গড়ে দিতে পারে। অস্ট্রেলিয়ার পরিবেশে চেতেশ্বর পূজারা দারুণ ব্যাটার ছিল ভারতের জন্য, কিন্তু ও তো আর খেলছে না। ওর খেলা যে খুব চোখে লাগা মতো ছিল তা নয়। কিন্তু ওর খেলা অবশ্যই কার্যকরি ছিল। যদি দীর্ঘদিন ধরে দেখা যায়, তাহলে অস্ট্রেলিয়ার মাঠে রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্🅺মণের মতো ব্যাটাররাই ভালো খেলত। এই সিরিজই বলে দেবে কে বিশ্বের সেরা দল এই মূহূর্তে। কারণ বিশ্বের এক নম্বর দলের সঙ্গে দু নম্বরের খেলা হচ্ছে। তা🐲ই শুধু সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাই নয়, একই সঙ্গে নিজেদের শ্রেষ্ঠত্বও বজায় রাখার লড়াই দুই দলের। কারণ ঘরের মাঠে কে কেমন খেলে তার থেকেও বড় বিষয়, বিদেশের মাটিতে দল কেমন খেলে’।
২০১৮-১৯ সালে অস🌠্ট্রেলিয়ার ডেরায় ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ের সদস্য ছিলেন পূজারা, সেবার ৫২১ রান করে চারটি টেস্টের শেষে সিরিজের সেরাও হয়েছিলেন তিনিই। ব🌞িরাট কোহলি, রাহুল দ্রাবিড়ের পর পূজারাই ভারতের হয়ে অজিদের মাঠে এক সিরিজ তৃতীয় সর্বোচ্চ রানের মালিক। ১১ টেস্টে করেছেন মোট ৯৯৩ রান, সেই তাঁকেই দল থেকে বাইরে রাখা বিসিসিআইয়ের ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন হেডেন।