দেশের হয়ে মাঠে নামা যে কোনও ক্রিকেটারের স্বপ্ন। তবে⛄ সম্প্রতি জাতীয় দলে না খেলেও আইপিএলের সুবাদ💙ে বিস্তর টাকা কামানোর সুযোগ রয়েছে ভারতীয় ক্রিকেটারদের সামনে। আইপিএলে ভালো খেলেও বিশেষ কয়েকটি ক্ষেত্রে পর্যাপ্ত দাম মেলে না ক্রিকেটারদের। বিসিসিআইয়ের নতুন নিয়ম এক্ষেত্রে বর হয়ে দেখা দিয়েছে উঠতি ক্রিকেটারদের সামনে।
প্রথমত, আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আগে প্লেয়ার রিটেশশন নিয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করেছে বিসিসিআই। প্রতিটি ফ্র্য়াঞ্চাইজি ৫ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা ও একজন ঘরোয়া ক্রিকেটার মিলিয়ে সর♛্বাধিক ৬ জন ক✨্রিকেটারকে ধরে রাখতে পারবে। ক্রিকেটার ধরে রাখার ক্ষেত্রে দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
রিটেনশনে প্রতি ক্রিকেটারের জন্য কত টাকা খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের
১. এক নম্বর ক্রিকেটারের জন্য খরচ হবে ১৮ কোটি টাকা।
২. দুই নম্বর ক্রিকেটারের জন্য খরচ হবে ১৪ কোটি টাকা।
৩. তিন নম্বর ক্রিকেটারের জন্য খরচ হবে ১১ কোটি টাকা।
৪. চার নম্বর ক্রিকেটারের জন্য খরচ হবে ১৮ কোটি টাকা।
৫. পাঁচ নম্বর ক্রিকেটারের জন্য খরচ হবে ১৪ কোটি টাকা।
🃏৬. ঘরোয়া ক্রিকেটারকে ধরে রাখার জন্য খরচ হবে ৪ কোটি টাকা।
উল্লেখযোগ্য বিষয় হল, রবিবার গোয়ালিয়রে জাতীয় দলের হয়ে আত্মপ্রকাশ করা ꦓমাত্রই মায়াঙ্ক যাদব ও নীতীশ রেড্ডির আইপিএল মূল্য একলাফে অনেকটা বেড়ে যেতে পারে। লখনউ সুপার জায়ান্টসের হয়ে মায়াঙ্ক দুরন্ত সম্ভাবনা দেখান বলেই তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন। সুতরাং𝔉, তাঁকে ধরে রাখতে চাইবে পুরনো ফ্র্যাঞ্চাইজি।
অন্যদিকে নীতীশ রেড্ডি সানরাইজার্স হায়দরাবাদের 🗹হয়ে দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে ধরেছেন। সেই সুবাদেই তিনি ঢুকে পড়েছেন জাতীয় দলে। সুতরাং, সানরাইজার্স হায়দরাবাদ নী🎉তীশকে ছেড়ে দিতে চাইবে বলে মনে হয় না।
এক্ষেত্রে জাতীয় দলে আত্মপ্রকাশ করার পরেই আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে গিয়েছেন মায়াঙ্ক ও নীতীশ। তাই তাঁদের ধরে রাখতে চাইলে আর ৪ কোটিতে কাজ চলবে না। অন্ততপক্ষে ১১ কোটি টাকা খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। সুতরাং, মায়াঙ্ক-নীতীশ একদিক থেকে নি💯জে🍨দের দাম বাড়িয়ে নিলেন বলা যায়।
অন্যদিকে ভিন্ন সম্ভাবনাও উঁকি দিতে শুরু করেছে। মায়াঙ্ক ও নীতীশের জন্য ৪ কোটির বদলে ১১ কোটি খরচ করতে রাজি হবে কিনা তাদের পুরনো ফ্র্যাঞ⛦্চাইজিরা, তা নিয়ে সংশয় ♛রয়েছে বইকি। এক্ষেত্রে যদিও বা তাঁদের ধরে রাখার সম্ভাবনা ছিল, জাতীয় দলে আত্মপ্রকাশের পরে তা মুছে যেতে পারে।
পরিবর্তিত পরিস্থিতিতে মায়াঙ্ক ও নীতীশকে স্কোয়াড থেকে ছেড়ে দিয়ে নিলামে আরটিএম কার্ড ব্যবহার করে দলে ফেরাতে পারে ফ💙্র্যাঞ্চাইজিরা। সেক্ষেত্রে ১১ কোটির কমেই পাওয়া যেতে পারে দুই তরুণ ক্রিকেটারকে। তবে আর যাই হোক, নিলামের জন্য ছেড়ে দিলেও মায়াঙ্ক ও নীতীশ ৪ কোটির বেশি দাম পেতে পারেন বলেই বিশ্বাস বিশেষজ্ঞদের। তাই এটা বলাই যায় যে, মায়াঙ্ক-নীতীশের জাতীয় দলে আবির্ভাব তাঁদের আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের কাছে বড় ধ🎐াক্কা।