হার দিয়ে আইপিএল অভিযান শুরু মুম্বই ইন্🔯ডিয়ান্সের কাছে নতুন কোনও বিষয় নয়। তবে প্রথম তিন ম্যাচে হারের মুখ দেখতে হলে যে কোনও দলের বিচলিত হয়ে পড়াই স্বাভাবিক। তার উপর নতুন ক্যাপ্টেন দায়িত্ব নেওয়ার পরে মুম্বই নতুন মরশুমের শুরুতেই হারের হ্যাটট্রিক করে। এমন পরিস্থিতিতে মুম্বই দলনায়ক হার্দিক পান্ডিয়ার উপর চাপ বাড়ছে সন্দেহ নেই।
যদিও রা꧙জস্থান রয়্যালসের বিরুদ্ধে ওয়াংখেড়ের ম্যাচে ক্যাপ্টেন হার্দিকের একার পক্ষে ব্যর্থতার ছবিটা বদলে দেওয়া সম্ভব ছিল না। টস হেরে শুরুতে ব্যাট করতে নামা মুম্বই প্রথম ওভারেই রোহিত শর্মা ও নমন ধীরের উইকেট হারিয়ে বসে। বিপাকে পড়ে তারা ম্যাচের একেবারে শুরুতেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ডেওয়াল্ড ব্রেভিসকে মাঠে নামায়। তবে রোহিত ও নমনের মতো তিনিও গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন।
ব্যাট হাতে দলকে নির্ভরতা দিতে পারেননি ইশান কিষানও। মুম্বই মাত্র ২০ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে প🅰ড༒়ে। তিলক বর্মাকে সঙ্গে নিয়ে হার্দিক পান্ডিয়া প্রতিআক্রমণের চেষ্টা করেন। তবে ৬টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ৩৪ রান করে হার্দিক সাজঘরে ফেরার পরেই মুম্বইয়ের চ্যালেঞ্জিং ইনিংস গড়ে তোলার সম্ভবনা শেষ হয়ে যায়।
মুম্বই ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৫ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে ধীরে সুস্থে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্🌌থান রয়্যালস। তারা ১৫.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১২৭ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ওয়াংখেড়েতে ২৭ বল বাকি থাক🌸তে ৬ উইকেটে ম্যাচ জেতে রাজস্থান।
আরও পড়ুন:- প্রথম দল হিসে🎶বে ২৫০ IPL ম্যাচের মাইলস্টোনে MI, প্রথম ৫-এ ন🌞েই CSK
ম্যাচেꦚর শেষে হার্দিক পান্ডিয়া স্বীকার করে নেন যে, তাঁদের পারফর্ম্যান্স নিতান্ত খারাপ হয়েছে। পাশাপাশি তিনি এও দাবি করেন যে, তাঁর নিজের আরও একটু দায়িত্ব নেওয়া উচিত ছিল। মুম্বই দলনায়ক বলেন, ‘যেভাবে শুরু করতে চেয়েছিলাম, তেমনটা 🔴হয়নি মোটেও। একসময় ১৫০-১৬০ রান তোলার মতো পরিস্থিতিতে ছিলাম আমরা। তবে আমি আউট হয়ে বসায় ম্যাচের মোড় ঘুরে যায়। ওরা ম্যাচে আরও জাঁকিয়ে বসে। আমার আরও ভালো খেলা উচিত ছিল।'
আরও পড়ুন:- IPL ম্যাচের ডাবল সেঞ্চুরি💧 অশ্বিনের, সেরা ১০-এ রয়েছেন কারা?
সচরাচর ওয়াংখেড়ের💟 পিচে রান তোলা খুব কঠিন হয় ন💖া। তবে সোমবার যে পিচে খেলা হয়, তাতে বোলারদের জন্য পর্যাপ্ত সাহায্য ছিল। যদিও তাতে কোনও অভিযোগ নেই মুম্বই দলনায়কের। তিনি স্পষ্ট জানান যে, টি-২০ ক্রিকেট বোলারদের জন্য অত্যন্ত নিষ্ঠুর। তাই বোলাররা একটু সুবিধা পেলে সেই পিচে খেলতে তাঁর কোনও অসুবিধা নেই।
আরও পড়ুন:- IPL 2024: রামনবমীর দিন🤡ে🅠 নিরাপত্তা নিয়ে সংশয়, বদলাতে পারে ইডেনের KKR ম্যাচের সূচি
হার্দিক বলেন, ‘টি-২০ ক্রিকেট বোলারদের জন্য অত্যন্ত নিষ্ঠুর। পিচে বোলারদের জন্য একটু সাহায্য থাকা ভালো। আমার এমন পিচে খেলতে অসুবিধা নেই। তবে হ্যাঁ, এমন এই ম্যাচের পিচ অপ্রত্যা✤শিত ছিল।’