শুভব্রত মুখার্জি: আগামী ১ জুন থেকে শুরু হবে আইসিসি আয়োজিত টি-🅠২০ বিশ্বকাপ। ২০ দলীয় বিশ্বকাপের আসরের আগে প্রায় সব দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এবার স্কটল্যান্ড তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে প্রত্যাবর্তন করেছেন ব্র্যাড হুইল এবং মাইকেল জোন্স। সাদা বলের ফর্ম্যাটে মোটামুটি ভাবে ধারাবাহিক পারফরম্যান্স রয়েছে স্কটল্যান্ড দলের। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি আয়োজিত ওডিআই হোক কিংবা টি-২০ বিশ্বকাপ, দুই মঞ্চেই ইতিমধ্যেই খেলে ফেলেছে স্কটল্যান্ড দল। তাদের ক্রিকেট ইতিহাসে আরও একটি টি-২০ বিশ্বকাপে খেলতে চ🌌লেছে তারা।আর এই বিশ্বকাপের ১৫ সদস্যের দল তারা ঘোষণা করেছে সোমবার।
স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে থাকা অনেক ক্রিকেটার এই মুহূর্তে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন। তাঁদের মধ্যে দু'জন আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এলেন। এই দুই ক্রিকেটার ব্র্যাড হুইল এবং মাইকেল জোন্সও বর্তমানে কাউন্টি ক্রিকেটে খেলছেন। হুইল খেলছেন ডারহ্যামের হয়ে। আর জোন্স খেলছেন হ্যাম্পশায়ারের হয়ে। যদিও তারা স্কটল্য🐭ান্ডের হয়ে তাদের শেষ টি-২০ ত্রিদেশীয় সিরিজে খেলেননি। তবুও বিশ্বকাপের দলে জায়গা হয়েছে তাঁদের। এই সিরিজে স্কটল্যান্ড ছাড়াও ছিল নেদারল্যান্ডཧস এবং আয়ারল্যান্ড। তবে হুইল এবং জোন্স দু'জনেই তাদের কাউন্টি দল থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র পেয়ে গিয়েছেন আসন্ন টি-২০ বিশ্বকাপে তাদের দেশের হয়ে খেলার।
আরও পড়ুন: SRH-কে হারিয়ে CSK, LSG সহ অন্♚যদের সুবিধে করে 🗹দিল MI, নিজেরাও ডুবতে ডুবতে ভেসে থাকল
তবে দলে জায়গা হয়নি তারকা পেসার জস ড্যাভির। যিনি এই মুহূর্তে খেলছেন সমারসেটের হয়ে। এই সিদ্ধান্ত থেকে বোঝা যায় দল বাছার সময়ে কতটা কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন স্কটল্যান্ডের নির্বাচকেরা। তবে ড্যাভি একা নন, সমারসেটে তাঁর সতীর্থ অ্যান্ড্রু উমিদও জায়গা পাননি দলে। দলকে নেতৃত্ব দেবেন রিচি বেরিংটন। এটি তাদের ক্রিকেট ইতিহাসে ষষ্ঠ টি-২০ বিশ্বকাপ। তারা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করছে ৪ জুন। প্রথম ম্যাচে তাদের প্রতিপকꦏ্ষ গত বারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। বার্বাডোজে এই ম্যাচ খেলবে দুই দল। গ্রুপ-বি'তে রয়েছে স্কটল্যান্ড। এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, নামিবিয়া এবং ওমান।
এক নজরে স্কটল্যান্ডেল টি-২০ বিশ্বকাপের স্কোয়াড: রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথু♛ ক্রস, ব্র্যাড ক্যারি, ক্রিস গ্রি🐼ভস, ওলি হেয়ার্স, জ্যাক জার্ভিস, মাইকেল জোন্স, মাইকেল লিসাক, ব্র্যেন্ডন ম্যাকমিউলেন, জর্জ মান্সি, শায়ান শারিফ, ক্রিস সোল, চার্লি টিয়ার, মার্ক ওয়াট এবং ব্র্যাড হুইল।