মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনটা খুব একটা ভালো গেল না ভারতীয় দলের কাছে। এই টেস্টের এই মূহূর্তে যা অবস্থা, তাতে ম্যাচে ভারতের হারের সম🦩্ভাবনা কম। তুলনায় ড্রয়ের সম্ভাবনা বেশি। জয়ের সম্ভাবনা রয়েছে, তবে সেটা খুব যে বেশি তাও নয়। কারণ ভারতীয় ব্যাট অর্ডারের ধারাবাহিকতার অভাব। চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার ল💯িড ছাপিয়ে গেছে ৩০০র গণ্ডি।
আরও পড়ুন-‘আমি কখনও আগে দ্রাবিড়কে এমন উচ্ছা🌸স করতে দেখিনি,আমার জন্যই’! কোন রহস্য ফাঁস অশ্বিনের
পঞ্চম দিনে ভারতের পরীক্ষা-
পঞ্চম দিনে গতবারের গাব্বার মতো বড় রান তাড়া করতে গে🔯লে ভারতীয় দলকে যেতে হবে অগ্নিপরীক্ষার মধ্যে দিয়েই। কারণ টিম ইন্ডিয়ার ব্যাটাররা একদমই চেনা ছন্দে নেই এই♍ সিরিজে। অস্ট্রেলিয়াকে অবশ্য অনেক কম রানেই দ্বিতীয় ইনিংসে গুটিয়ে দিতে পারত ভারত, যদি যশস্বী জসওয়াল তিনটি ক্যাচ মিস না করতেন। কারণ ক্যাচ মিসের সুযোগেই রান বাড়িয়ে নিলেন ল্যাবুশানরা।
Video-ফের ল্যাবুশানের ꧂সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউট খোয়াজা
যশস্বীর পাশে হাসি-
আকাশদীপের বলে মার্নাস ল্যাবুশানের ক্যাচ মিস হতেই স্পষ্টতই বিরক্ত দেখা যায় রোহিত শর্মাকে। রাগের চোখেꦡ যশস্বী জসওয়ালের দিকেও তাকান তিনি। কিন্তু যশস্বীর পাশেই দাঁড়াচ্ছেন প্রাক্তন অজি তারকা মাইক হাসি। তাঁর মতে, ‘কোনও ক্রিকেটারই কিন্তু ইচ্ছাকৃতভাবে ক্যাচ মিস করতে চায় না। ক্যাচ মিস করে ꧅এমনিতেই যশস্বীর খারাপ লেগেছে, এরপর যেটা দরকার ছিল অধিনায়কের সমর্থন। একজন নেতার ব্যবহার দলের পারফরমেন্স বাড়ার বিষয় অনেক কাজে লাগে, তাই তাঁর ব্যবহারে চাপ বেড়ে যাওয়া উচিত নয় ’।
হেলির সঠিক মন্তব্য-
অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হেলি আরও গুরুরত্বপূর্ণ কথা বলেন। তাঁর মতে, ‘জসওয়ালই কিন্তু এরপর ব্যাট হাতে ওপেন করবেন, আর ওর ভালো খেলা ভারতের দরকার। এটা দরকার যাতে দলের পরিবেশ এমন থাকে যাতে ও ব্যাটিংয়েই বেশি মনোযোগ দিতে পারে, যে ভুল হয়ে গেছে সেই নিয়ে চিন্তা না করতে 🌟হয় ’।
পন্তের প্রশংসায় লেম্যান-
যদিও যশস্বীর ক্যাচ মিসের পর তাঁকে গিয়ে পিঠ চাপড়ে দেন ঋষভ পন্ত। যা দেখে তাঁর প্রশংসা করেন প্রাক্তন অজি তারকা ড্যারেন লেম্যান। তিনি বলেন, ‘ঋষভ পন্ত একদম ঠিক কাজটাই করেছে। ভুল হতেই পারে। এরকমই নেতৃত্বই প্রয়োজন, যেটা দলের পারফরমেন্স বাড়াতে সাহায্য করে। ছেলেটার এই সཧময় পাশে থাকার দরকার, ওভাবে ভয় দেখানো চোখ বা ফ্রাস্ট্রেশন দেখালে কিছুই হবে না। ক্রিকেটারের পাশে দাঁড়ালে বরং সে দ্রুত বাউন্স ব্যাক করতে পারবে ’।