বল হাতে যেমন ছিল তাঁর দাপট, তেমনি সাংবাদিকদেরও জবাব দিতেন দ𓆉াপটের সঙ্গে। বরাবরই কড়া মন্ত🔯ব্য করার জন্য তিনি শিরোনামে উঠে আসতেন। নিজের সতীর্থ হোক বিরোধী দলের ক্রিকেটার, কাউকেই একহাত নিতে তিনি পিছপা হতেন না। তাঁর এই সোজাসাপ্টা বক্তব্যের জন্য বহুবার পড়তে হয়েছে নিজের দেশের ক্রিকেট বোর্ডের ক্ষোভের মুখে। অবসরের পরও একাধিকবার তিনি সাংবাদিক সম্মেলনে বিতর্কিত এবং বিস্ফোরক মন্তব্য করেন। এবার সেই অজি তারকা ক্রিকেটার ফের সরাসরি অভিযোগের আঙ্গুল তুললেন নিজের দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে প্রাক্তন অজি স্পিডস্টার মিচেল জনসন নিজের ধারাভাষ্য বাতিল হওয়ার পর ফের আমন্ত্রণ করা হয়েছে। সেই নিয়ে এবার মুখ খুললেন তিনি। মজার করে ক্রিকেট অস্ট্রেলিয়া কাছে জানতে চান, তারা কি আদৌ এই বিষয়কে গুরুত্ব দিচ্ছে?
এক অজি সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড সূত্রে জ𒁃ানা গিয়েছে যে পারথে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন ক্রিকেট অস্ট্রেলিয়া মিচেল জনসনের ধারাভাষ্য বাতিল করে। তাতে ক্ষুব্ধ হয়ে মিচেল এমন বার্তা দিয়েছেন বলে মনে করছেন অনেকেই। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে মিচেল বলেছেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়া কি আদৌ এই বিষয়কে গুরুত্ব দিচ্ছে? আমার তো মনে হয় না। গত সপ্তাহে আমার দুটি স্পিকিং এনগেজমেন্ট ওরা বাতিল করেছে, আবার এই সপ্তাহে আমাকে আমন্ত্রণ পাঠিয়েছে সেই এনগেজমেন্টে।' এই পোস্টের শেষে তিনটি হাসির ইমোজি দেন এবং ছিল নিমন্ত্রণের স্ক্রিনশটও। এই পোস্টকে ঘিরে নানারকমের কমেন্টের বন্যা বয়ে আসে। অনেকেই মনে করছেন যে মিচেল জনসনকে তাঁর যোগ্য সম্মান দেওয়া হয়নি বোর্ডের তরফ থেকে। ভিন্ন মতও প্রকাশ করেছ🦩েন অনেকে।
যদিও এখানেই শেষ নয়, প্রাক্তন অজি তারকা একহাত নিয়েছিলেন দলের আরও এক তারকা ক্রিকেটার এবং তাঁর এক সময়ের সতীর্থ ডেভিড ওয়ার্নারকেও। তিনি বলেছিলেন, 'আমি ডেভিডের থেকে একটি ম্যাসেজ পেয়েছিলাম সকালে। একটি ব্যক্তিগত মেসেজ যদিও। আমি ওকে ফোন করে জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম, তবে ও ফোনটা ধরেনি। আমি বরাবরই সকলকে বলতাম, খেলার জীবনের শেষে যদি সংবাদমাধ্যমকে কোনও কথা বলি কারো সম্পর্কে, সে⛦ যেন আমাকে সরাসরি ফোন করে জিজ্ঞেস করে।'
যদিও পালটা দিতে বাদ যাননি তারকা অজি ওপেনার। ওয়ার্নার বলেন, 'ওটা সম্পূর্ণ মিচে♔র নিজস্ব ব্যক্তিগত মতামত। এটা ওর ব্যাপার। সুতরাং ওই সেটা বুঝবে। আমার এই নিয়ে কথা বলার মত কিছু নেই। এর আগে জাস্টিন ল্যাঙ্গারও অনেক কথা বলতো। তাকে গিয়ে কি আমরা কেউ কিছু বলতাম? এই ক্ষেত্রে ব্যাপারটা ঠিক একই। ও🍌 বুঝবে সেটা।'