অস্ট্রেলিয়া যুব দলের চলতি ভারত সফর যে রকম দুঃস্বপ্নের পারফর্ম্যান্স দিয়ে শুরু হয়েছিল, শেষটাও হতে চলেছে তেমনই লজ্জাজনকভাবে। প্রথমে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কাছে তিন ম্যাচে যুব ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয় অস্ট্রেলিয়াকে। পরে সিরিজের প্রথম যুব টেস্টেও ভারতের কাছে হার মান𒉰ে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল। এবার সিরিজের দ্বিতীয় তথা শেষ যুব টেস্টে ফলো-অনের লজ্জার মুখে পড়তে হয় অজিদের।
চিপকে সিরিজের দ্বিতীয় যুব টেস্টে ভারত প্রথম ইনি💯ংস রানের পাহাড়ে চড়ে। পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে সস্তায় অল-আউট হয়। ফলে ভারতীয় দল অজিদের বাধ্য করে পুনরায় রান তাড়া করতে।
চেন্♏নাইয়ে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা প্রথম দিনে ৯০ ওভার ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ৩১৬ রান সংগ্রহ কর𓆏ে। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে ভারত তাদের প্রথম ইনিংস শেষ করে ৪৯২ রানে। তারা ব্যাট করে সাকুল্যে ১৩৩.৩ ওভার।
বিহান মালহোত্রা ১০, বৈভব সূর্যবংশী ৩, নিত্য হান্ডিয়া ৯৪, কেপি কার্তিকেয়া ৭১, নিখিল কুমಞার ৬১, হরবংশ সিং ১১৭, মহম্মদ এনান ২৬, সা💫মর্থ নাগরাজ ২০ ও আনমোলজিৎ সিং ১১ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ২টি করে উইকেট নেন ওলি প্যাটারসন, হ্যারি, ক্রিশ্চিয়ান ও লাচলান। ১টি করে উইকেট নেন বিশ্ব রামকুমার ও রাইলি কিংসেল।
পাল🌌টা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার যুব দল দ্বিতীয় দিনের শেষে ৪৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৪২ রান সংগ্রহ꧋ করে। তৃতীয় দিনে পুনরায় খেলতে নেমে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অল-আউট হয় ২৭৭ রানে। অর্থাৎ, ২১৫ রানের বড় ব্যবধানে পিছিয়ে পড়ে অজিরা।
অজি দলনায়ক অলিভার পিক ১৯৯ বলে ১১৭ রান করেন। তিনি ১৬টি চার ও ১টি ছক্কা মারেন। ১৪১ বলে ৬৬ রান করেন অ্যালেক꧒্স লি ইয়ং। তিনি ৯টি চার মারেন। বাকিরা কেউই ব্যাট হাতে তেমনꦓ একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ফলে ফলো-অন বাঁচানো সম্ভব হয়নি অজিদের পক্ষে।
আরও পড়ুন:- ইঙ্গিত দিয়েছিলেন আগেই, দুই থেকে তিন হচ্ছেন, খুশির খব𒀰র জানালেন অক্⛄ষর প্যাটেল