সম্প্রতি ভারতীয় দ✨লের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন সকলে অবাক করে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এমনিতে ক্রিকেটারদের অবসর নেওয়া কোনও নতুন ঘটনা নয়, কিন্তু যে পরিস্থিতিতে অশ্বিন এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়ে অনেক মহলেই অনেকরকম প্রশ্ন♏ ঘুরছে। ঠিক কি কারণে তাঁর এই অবসর, সেটা জানা নেই খোদ অশ্বিনের পিতার কাছেই।
এরাপল্লি প্রসন্ন সম্প্রতি দাবি করেছেন বিদেশের মাটিতে গেলে, অশ্বিনের সঙ্গে ঠিক মতো ব্যবহার করেনি টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে তাঁকে যেভাবে ব্যবহার করা যেত, সেটা না করে ജতাঁকে বসিয়ে রাখাকেই খারাপ ব্যবহারে তালিকায় ফেলছেন তিꦡনি। অশ্বিনের বাবাও জল্পনা উস্কে দিয়েছিলেন, যে ছেলের এমন হঠাৎ অবসরের পিছনে রয়েছে মাঠের বাইরের কারণও।
আরও পড়ুন- নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ🃏্রি
এরই মধ্যে রবিচন্দ্রন অশ্বিনের বুদ্ধিময় ক্রিকেট এবং সুচতুর মগজাস্ত্রের প্রশংসা করলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটাꦓর মহম্মদ কাইফ। আন্তর্জাতিক ক্রিকেটকে যিনি হাতের তালুর মতো চেনেন, সেই অশ্বিন নাকি আইপিএলে বোলিংই করতে চাননি অজি তারকাকে। কারণ꧒ সেই ক্রিকেটার নাকি অশ্বিনকে বোকা বানিয়ে তাঁর সমস্ত ছক চিনে নেওয়ার চেষ্টায় ছিলেন।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজি🅺ংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করল♎েন রহস্য…
দিল্লি ক্যাপিটালসে ছিলেন অশ্বিন-স্মিথ-
২০২০-২১ সাল নাগাদ আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে খেলছিলেন অশ্বিন এবং অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ। সেখানে নেট সেশনের সময় স্টিভ স্মিথ নাকি ক্যামেরা লাগানো হেলমেট পড়ে ব্যাটিং ♋করছিলেন, তা অশ্বিন দেখতে পেয়েই অজি ব্যাটারের ফন্দি বুঝে নেন। তাঁর বোলিং খেলে, ভিডিয়ো রেকর্ড করে বিশ্বকাপের প্রস্তুতি করতে চাইছেন স্মিথ, বুঝেই তাঁকে আর বোলিং করতে চাননি অশ্বিন।
আরও পড়ুন- বুমরাহকে ব🌺র্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
অশ্বিনের প্রশংসায় কাইফ-
অশ্বিনের ব্যাপক উপস্থিক বুদ্ধির প্রশংসা কর🍸তে গিয়ে কাইফ বলছেন, ‘সেবার আইপিএলে স্টিভ স্মিথ আমাদের দলে ছিল, একটি ও নেটে ব্যাট করতে এসে অশ্বিনকে বোলিং করতে বলেছিল। কিন্তু অশ্বিন করতে চায়নি। তখন আমি বুঝতে পারলাম ও কতটা মাথা খাটিয়ে ক্রিকেট খেলে ’।
ক্যামেরা লাগানো হেলমেট পড়েছিলেন স্মিথ-
অশ্বিন সরাসরি সেদিন বলেছিল, ‘ আমি স্টিভ স্মিথকে নেটে বোলিং করব না। ওর হেলমেটে ক্যামেরা লাগানো রয়েছে। ও সেটা রেকর্ড করে বিশ্বকাপের জন্য বিশ্লেষণ করবে ’। কাইফ বলছেন, ‘আমি কিন্তু ক্যামেরা দেখতেই পাইনি স্মিথের হেলমেটে, কিন্তু অ♏শ্বিন দেখতে পেয়েছিল। ও সতীর্থ হিসেবে স্🍌মিথকে বোলিং করতে রাজি ছিল, কিন্তু বিশ্বকাপের জন্য ওকে এক বিন্দু সুবিধা করে দিতে রাজি ছিল না ’।
অশ্বিনের বুদ্ধিতে মুগ্ধ কাইফ-
মহম্মদ কাইফ সেই সময় দিল্ౠলি দলের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলছেন, ‘আমি অশ্বিনের সঙ্গে আইপিএলে দুটি মরশুমে কাজ করেছি। ২০২০ সালে আমাদের দল ফাইনালে ওঠে, আর অশ্বিন সেখানে ♛গুরুত্বপূর্ণ অবদান রাখে। নতুন বলে বোলিং করেও রোহিত শর্মা, বিরাট কোহলি, পোলার্ডদের উইকেট নিয়েছিল ও। এরপর টি২০ বিশ্বকাপেও সুযোগ পায়’।