শ্রীলঙ্কার সফরের ২টি 🎃সীমিত ওভারের সিরিজের আগে দারুণ খবর ভারতীয় ক্রিকেটে। গোড়ালির অস্ত্রোপচারের পরে বল হাতে নেটে ফিরলেন মহম্মদ শামি। যদিও তাতে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের লাভ হবে কিনা, সেটা বলা মুশকিল। তবে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে শামিকে নিয়ে আশার আলো দেখছেন ভ🔯ারতীয় সমর্থকরা।
মহম্মদ শামি জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামেন ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে। তার পর থেকেই চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন তিনি। গোড়ালিতে অস্ত্রোপচারের পরে শামি এই মুহূর্তে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্ܫযাকাডেমꦉিতে রয়েছেন। তিনি ফিট হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন।
নিজের চোট ও ফিটনেস নিয়ে শামি সময়ে সময়ে আপডেট দেন সোশ্যাল মিডিয়া🐷য়। মঙ্গলবার শামিরꩵ তেমনই একটি আপডেট উৎফুল্ল করে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। সোশ্যাল মিডিয়ায় শামি একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে তাঁকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির নেটে বল করতে দেখা যায়। বিশ্বকাপের পর থেকে শামিকে প্রথমবার বল করতে দেখেই চর্চা শুরু হয়ে যায় জাতীয় দলে তাঁর সম্ভাব্য কামব্যাক নিয়ে।
শামিকে নেটে তুলনায় ছোট রান-আপে বল করতে দেখা যায়। সেটাই অবশ্য স্বাভাবিক।𒈔 প্রথমবার নেটে ফিরেই পূর্ণ রান-আপে বল করবেন তিনি, এটা আশা করা বোকামি। পূর্ণ গতিতে বলও করেননি শামি। তবে নিশানা ছিল অব্যর্থ। একের পর এক ডেলিভারিতে স্টাম্প ওড়াতে থাকেন টিম ইন্ডিয়ার তারকা পেসার।
ভারতীয় দল জুলাইয়ের শেষ সপ্তা💮হে শ্রীলঙ্কা সফরে উড়ে যাচ্ছে ৩ ম্যাচের টি-২০ ও সম সংখ্যক ম্যাচের ওয়ান ডে সিরিজ খে❀লতে। ২৭ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে পাল্লেকেলেতে খেলা হবে ৩টি টি-২০ ম্যাচ। পরে ২ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে কলম্বোয় খেলা হবে ৩টি ওয়ান ডে ম্যাচ।
জাতীয় নির্বাচকরা অবিলম্বে শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করবেন। সেই সময়ের মধ্যে শামির ফিট সার্টিফিকেট হাতে পাওয়া মুশকিল। তবে সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে শামিღ ম্যাচ ফিট হয়ে উঠতে পারেন। সুতরাং, আশা করা হচ্ছে বাংলাদেশ সিরিজেই শামি জাতীয় দলে ফিরতে পারেন।
উল্লেখ্য, মহম্মদ শামি গত ওয়ান ডে বিশ্বকাপের মোটে ৭টি ম্যাচে মাঠে নামেন। তবে তাতেই তিনি ♔টু▨র্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীতে পরিণত হন। শামি ওয়ান ডে বিশ্বকাপে সাকুল্যে ২৪টি উইকেট সংগ্রহ করেন।