জয়ের জন্য শেষ ২ ওভারে দরকার ছিল ৬১ রান। স্লগ ওভারে ঝড় ত🍌ুলে এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় রান তাড়া করতে নামা দল। ইউরোপীয়ান ক্রিকেটে এমনই অসাধ্যসাধন করল অস্ট্রিয়া।
গত রবিবার ইসিআই টি-১০ রোমানিয়ার ৭ নম্বরে ম্যাচে সম্মুখসমরে নামে অস্ট্রিয়া ও রোমানিয়া। টস জিতে রোমানিয়াকে শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রিয়া। রোমানিয়া নির্ধারিত ১০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৬৭ র🌊ানের বিশাল ইনিংস গড়ে তোলে। অর্থাৎ, ওভার প্রতি গড়ে ১৬.৭০ রান সংগ্রহ করে রোমানিয়া।
তিন নম্বরে ব্যাট করতে নেমে উইকেটকিপার আরিয়ান মহম্মদ ধংসাত্মক শতরান করেন। তিনি ৩৯ বলে ১০৪ র💮ানের মারকাটারি ইনিংস খেলে অপরাজিত থাকেন। মোট ১১টি চার ও ৮টি ছক্কা মারেন আরিয়ান। এছাড়া মহম্মদ মইজ করেন ১৪ বলে ৪২ রান। তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন। খাতা খুলতে পারেননি ইরফান হুসেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ১০ রান করে নট-আউট থাকেন চামালকা ফার্নান্ডো।
অস্ট্রিয়ার হয়ে ২ ওভারে ২৪ রান খরচ করে ১টি উইকেট নেন করণবীর সিং। সাহেল জাদরান ২ ওভারে ২৯ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন। ২ ওভারে ৪২ রান খরচ করেন ব🙈িলাল জালমাই। কুমুদ ঝা ১ ওভারে ২৬ রান খরচ করেন।
জয়ের জন্য অস্ট্রিয়ার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১০ ওভারে ১৬৮ রানের। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রিয়া ♒একসময় ৮ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১০৭ রান সংগ্রহ করে। সুতরাং, জিততে শেষ ২ ওভারে তাদের দরকার ছিল ৬১ রান, যা কার্যত অসম্ভবের সমান। এমন পরিস্থিতি থেকে শেষ ২ ওভারে ঝড় তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রিয়া।
এক ওভারে ওঠে ৪১ রান
নবম ওভারে বল করতে আসেন মনমীত কলি। তাঁর ওভারে মোট ৪১ রান ওঠে। প্রথম বলে ১ রান নেন ইমরান আসিফ। ♑তার পরেই একটি ওয়াইড বল বাউন্ডারির বাইরে চলে যাওয়ায় ৫ রান উপহার পায় অস্ট্রিয়া। ওভারের দ্বিতীয়,🌱 তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ৬, ৪ ও ৬ মারেন আকিব ইকবাল।
মনমীত ওভারের পঞ্চম বল করতে এসে নো বল করে বসেন এবং সেই বলে ছক্কা হাঁকান আকিব। অর্থাৎ, আরও ৭ রান যোগ হয় অস্ট্রিয়ার খাতায়। বৈধ পঞ্চম ডেলিভারিতে কোনও রᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚান ওঠেনি। তার 🤡পরে ফের একটি নো বলে ছক্কা মারেন আকিব। ষষ্ঠ বল করতে এসে পুনরায় একটি ওয়াইড বল করেন মনমীত। শেষ বলে চার মারেন আকিব। অর্থাৎ, ১০ বলের সেই ওভারের প্রতিটি বলে রান ওঠে যথাক্রমে ১, ৫ (ওয়াইড+৪), ৬, ৪, ৬, ৭ (নো+৬), ০, ৭ (নো+৬), ১ (ওয়াইড), ৪।
জিততে শেষ ওভারে ২০ রান দরকার ছিল অস্ট্রিয়ার। চামালকা ফার্নান্ডোর প্রথম বলে ছক্কা মারেন ইমরান। দ্বিতীয় বলে ১ রান নেন তিন𓂃ি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে পরপর ৩টি ছক্কা মেরে অস্ট্রিয়াকে ম্যাচ জেতান আকিব ইকবাল। অস্ট্রিয়া ৯.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৭৩ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জꦦেতে তারা।
আকিব ১৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১৯ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। মারেন ২টি চার ও ১০টি ছক্কা। ইমরান ১২ বলে ২২ রান করে 💮নট-আউট থাকেন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ম্যাচের সেরা হন আকিব।