জাতীয় দলের হয়ে মাঠে নামেন তো কী হয়েছে, তাই বলে কোনওভাবেই এড়িয়ে যাওয়া যাবে না ঘরোয়া ক্রিকেট। এই মর্মে গত মরশুমেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে কড়কে দিয়েছে বিসিসিআই। এবার নতুন ঘরোয়া মরশুম শুꦚরুর আগে জাতীয় তারকাদের কাছে স্পষ্ট নির্দেশ পৌঁছে গেল বোর্ডের।
গত মরশুমে শ্রেয়স আইয়ার𝐆, ইশান কিষান, হার্দিক পান্ডিয়ারা জাতীয় দলের বাইরে থাকার সময়েও রাজ্য দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামতে চাননি। বোর্ড শুধু ধমক দেওয়াই নয়, বরং চুক্তি থেকে ছেঁটে ফেলে শিক্ষা দেয় শ্রেয়স-ইশানদের। পরে শ্রেয়স তো ঠেলায় পড়ে তড়িঘড়ি মাঠে নেমে পড়েন মুম্বইয়ের হয়ে।
নতুন মরশুমের আগে ঘরোয়া ক্রিকেটের মান ও প্রতিন্দন্দ্বিতা বজায় রাখত𓂃ে তৎপর বিসিসিআই। তাই যাতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকারাও ঘরোয়া ক্রিকেটে অংশ নেন, তা নিশ্চিত করতে চাইছে বিসিসিআই। শুধু কথার কথা নয়, আসন্ন দলীপ ট্রফিতেই মাঠে নামতে দেখা যেতে পারে টিম ইন্ডিয়ার প্রথম সারির টেস্ট ক্রিকেটারদের।
কেবলমাত্র এই কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহর মত🐈ো টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটারদের ক্ষেত্রে। ঘরোয়া ক্রিকেটে মাঠে নামা রোহিতদের ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, রোহিতরা চাইলে আসন্ন দলীপ ট্রফিতে মাঠে নামতে পারেন। চাইলে টুর্নামেন্ট এড়িয়েও যেতে পারেন।
জাতীয় নির্বাচকরাই গড়বেন দলীপ ট্রফির দল
আসলে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বোর্ড চাইছে ভারতের টেস্ট তারকারা দলীপ ট্রফির অন্তত একটি বা দু'টি ম্যা💞💃চে মাঠে নামুন। বাংলাদেশের সিরিজের প্রস্তুতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই এবার দলীপ ট্রফির দল নির্বাচন নিয়েও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। এবার আর আঞ্চলিক নির্বাচক কমিটি নয়, বরং জাতীয় নির্বাচকরাই বেছে নেবেন দলীপ ট্রফির দল।
এই প্রসঙ্গে বিসিসিআইয়ের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘এবছর দলীপ ট্রফির জন্য কোনও আঞ্চলিক নির্෴বাচক কমিটি থাকছে না। জাতীয় নির্বাচক কমিটিই দলীপ ট্রফির দল বেছে নেবে। যারা টেস্ট দলে ঢোকার দাবিদার, তাদের 𝄹সবাইকেই দলীপ ট্রফিতে দেখা যাবে। কেবলমাত্র রোহিত, বিরাট ও বুমরাহর ক্ষেত্রে বিষয়টা আলাদা। ওরা খেলবে কিনা, সেই সিদ্ধান্ত ওদের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে।’
সুতরাং, বোর্ড যেভাবে ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছে, তাতে দলীপের মঞ্চে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিলে বাংলাদেশ সিরিজের টে🐟স্ট দলের দরজা খুলে যেতেই পারে ঘরোয়া তারকাদের সামনে।