চেন্নাই টেস্টে ১০৯.২ ওভারের মধ্যেই বাংলাদেশের ২০জন ব্যাটারের উইকেট তুলে নিয়েছেন ভারতীয় বোলাররা। যে বাংলাদেশ দল পাকিস্তানের মাটিতে গিয়ে ৫০০ রান তুলে এসেছিল, তাঁরাই কার্যত খরকুটোর মতো উড়ে গেছে ভারতের বিপক্ষে। প্রথম দিনের শুরুতে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলদের অফ ফর্মের কারণে ঘন্টাখানেকের জন্য মনে হয়েছিল ম্যাচে হয়ত বাংলাদেশ দল কিছু করে দেখাতে পারে, কিন্তু তারপর ভারতের দুই অলরাউন্𒆙ডারই বাংলাদেশের হাত থেকে ম্যাচের রাশ ছিনিয়ে নেন। এরপর বল হাতে দুরন্ত ছন্দে দেখা যায় আকাশদীপ,বুমরাহ, অশ্বিনদের।
♚আরও পড়ুন-ইস্টবেঙ্গলের হয়ে খেলার ছাড়পত্র পেলেন আনোয়ার! নামতে পারেন রবিবার কেরলের বিপক্ষে…
বোলারদের এমন পারফরমেন্সের পরই নেটমহলে ভাইরাল হয়ে গেছে ভারতীয় দলের বর্তমান বোলিং কোচ মর্নি মর্কেলের ছবি। পাকিস্তান দলে থাকার সময় তাঁর কাঁচুমাচু করে থাকতে দেখা যেত দঃ আফ্রꦿিকার এই বোলিং কোচ তথা প্রাক্তন স্পিডস্টারকে। তবে ভারতীয় ড্রেসিং রুমে প্রবেশ করেই যেন খোলা বাতাসের সন্ধান পেয়েছেন তিনি। সঙ্গে এক রাশ অক্সিজেন। সেই ছবিই এখন ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
খুব বেশিদিন আগের কথা নয়, ২০২৩ ওডিআই বিশ্বকাপের☂ সময়ই পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবে কাজ করছিলেন মর্কেল। সেবার পাক দল তো সেমিফাইনালে উঠতে পারেইনি, উল্টে হেরে বসে আফ🐠গানিস্তানের কাছেও। এর মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাক বোলাররা দিয়েছিলেন ৩৪৪ রান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬৭ রান। আরও লজ্জাজনকভাবে নিউজিল্যান্ড ব্যাটাররা তো মেরে কার্যত ভুত ভাগিয়ে দিয়েছিলেন হরিস রাউফদের, ওডিআই ওয়ার্ল্ড কাপে কিউয়িরা তুলেছিল ৪০১ রান। ইংল্যান্ডও তোলে ৩৩৭ রান, সেই সময়ই মর্কেলের মন খারাপ করে বসে থাকার এক ছবি ভাইরাল হয় নেটমাধ্যমে।
অন্যদিকে ওডিআই বিশ্বকাপের সব ম্যাচ মিলিয়ে ভারতীয় বোলাররাও মাত্র একটি ম্যাচে নিউজিল্যান্꧟ডের বিরুদ্ধে ৩২৭ রান দিয়েছিল, বাকি কোনও ম্যাচেই প্রতিপক্ষকে ৩০০র গণ্ডি টপকাতে দেয়নি। উল্টে ইংল্যান্ডকে ১২৯, দঃ আফ্রিকাকে ৮৩, শ্রীলঙ্কাকে ৫৫ রানে অলআউট করেছিল। সেই দলের কোচ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজও ভারতীয় বোলারদের পারফরমেন্স তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন নয়া বোলিং কোচ মর্নি মর্কেল।
বিশেষ করে ভারতীয় দলের তরুণ পেসার আকাশদীপ যখন প্রথম ইনিংসে বোলিংয়ের সময় পরপর জাকির হাসাꦛন এবং মোমিনুল হককে ক্লিন বোল্ড করলেন, তখন মর্কেলকে দেখা গেল উচ্ছসিত হয়েই হাততালি দিতে। হাসি হাসি মুখে দেখা মিলল স্বস্তির, সেই ছবিও এবার ভাইরাল হল নেটমাধ্যমে।
প্রসঙ্গত পাকিস্তানের সঙ্গে চুক্তি শেষের ছয় সপ্তাহ আগেই বোলিং কোচের পদ থেকে অব্যাহতি নিয়ে নিয়েছিলেন মর্কেল। তাঁর আগে লখনউ সুপার জা🐟য়ান্টসে গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করার সুবাদে গৌতির বেশ মনে ধরেছিল তাঁকে। তাই নিজে টিম ইন্ডিয়ার কোচের পদে আসার সঙ্গে সঙ্গেই মর্নি মর্কেলের নাম প্রস্তাব করেন তিনি, সেই নামে শিলমোহরও দেয় বিসিসিআই। যদিও বিদেশি বোলিং কোচের আসল পরীক্ষা কিন্তু হবে অস্ট্রেলিয়ার মাঠে, বর্ডার গাভাসকর সিরিজে। সেখানে বুমরাহ,আকাশদীপ,সিরাজ,শামিরা কেমন খেলেন তার ওপরই লেখা হবে মর্কেলের মার্কশিট।