টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় মুথাইয়া মুরলিধরন ও শেন ওয়ার্নের থেকে এখনও অনেকটা পিছিয়ে রবিচন্দ্রন অশ্বিন। মুরলি ও ওয়ার্ন যেখানে যথাক্রমে ৮০০ ও ৭০৮টি টেস্ট উইকেট সংগ্রহ করেছেন, সেখানে অশ্বিনের ঝুলিতে রয়েছে আপা🤪তত ৫১৬টি উইকেট। তবে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে🌜 ৫ ম্যাচের টেস্ট সিরিজের শেষে এমন এক নজির গড়েন অশ্বিন, যা মুরলি এবং ওয়ার্নেরও নেই।
আসলে সব থ⛎েকে বেশিবার একটি টেস্ট সিরিজে ২৫টি বা তারও বেশি উইকেট নেওয়ার নিরিখে বিশ্বরেকর্ড গড়েন অশ্বিন। এই নিরিখে তিনি ভেঙে দেন মুরলি-ওয়ার্নের যুগ্ম রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে অশ্বিন দু'দলের মধ্যে সব থেকে বেশি ২৬টি উইকেট সংগ্রহ করেন। রবিচন্দ্রন নিজের বর্ণোজ্জ্বল কেরিয়ারে এই♏ নিয়ে মোট ৭টি টেস্ট সিরিজে ২৫টি বা তারও বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।
🐲 এতদিন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশিবার একটি সিরিজে ২৫টি বা তারও বেশি উইকেট নেওয়ার যুগ্ম বিশ্বরেকর্ড ছিল মুরলিধরন ও ওয়ার্নের নামে। দুই কিংবদন্তি স্পিনার ৬টি করে টেস্ট সিরিজে ২৫টি বা তারও বেশি উইকেট নিয়েছেন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশিবার সিরিজে ২৫টি তারও বেশি উইকেট নেওয়া বোলাররা:-
১. রবিচন্দ্রন অশ্বিন- ৭ বার।২. মুথাইয়া মুরলিধরন- ৬ বার।৩. শেন ওয়ার্ন- ৬ বার।
রবিচন্দ্র💛ন অশ্🍰বিন প্রথমবারের মতো একটি সিরিজে ২৫টি বা তারও বেশি উইকেট নেন ২০১৩ সালের বর্ডার-গাভাসকর ট্রফিতে। সেবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্টে মাঠে নেমে সাকুল্যে ২৯টি উইকেট সংগ্রহ করেন তিনি।
টেস্ট সিরিজে অশ্বিনের ২৫টি বা তারও বেশি উইকেট:-
১. অস্ট্র💎েলিয়ার বিরুদ্ধে ২০১২-১৩ মরশুমে ৪টি টেস্ট ২৯টি উꦗইকেট নেন অশ্বিন।
২. দক্ষিণ আফ𒅌্রিকার বিরুদ্ধে ২০১৫-১৬ মরশুমে ৪টি ꦺটেস্টে মাঠে নেমে ৩১টি উইকেট নেন অশ্বিন।
৩. নিউজিল্যা♏ন্ডের বিরুদ্ধে ২০১৬-১৭ মরশুমে ৩ꦐটি টেস্টে ২৭টি উইকেট নেন রবিচন্দ্রন।
৪. ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৬-১৭ মরশুমে ৫টি টেস্ꦗটে ২৮টি উইকেট দখল করেন অশ𝄹্বিন।