বুচিবাবু টুর্নামেন্টে লজ্জার হারের মুখ দেখল মুম্বই দল। গত মরসুমের অন্যতম স💮ফলতম দল মুম্বই। রঞ্জি ট্রফিতে তাঁরাই চ্যাম্পিয়ন হয়েছিল। সেই সময় দলে অধিকাংশ তারকারা না থাকলেও সহজেই জিতেছিল রঞ্জি ট্রফি , ধারাবাহিকভাবেই ভালো পারফরমেন্স করেছিল মুম্বই শিবির। কিন্তু আমন্ত্রণমুলক বুচিবাবু প্রতিযোগিতায় একদম খারাপ পারফরমেন্স করল মুম্বই দল। তামিলনাড়ু দলের বিপক্ষেജ লজ্জার হারের মুখ দেখতে হল তাঁদের।
আরও পড়ুন- প্যারাল🦩িম্পিক্সে ইতিহাস অবনী লেখারার! টোকিয়োর পর প্যারিসেও জিতলেন সোনা,এল আরও পদক
চূড়ান্ত ব্🍸যর্থ হলেন সরফরাজ খান,ꦫ শ্রেয়স আইয়ারদের মতো তারকা ব্যাটাররা। ঘরোয়া মরশুম শুরুর আগে যা নিয়ে চিন্তা বাড়বেই রাজ্য সংস্থাগুলোর এবং ভারতীয় দলের নির্বাচকদেরও। বোর্ডের নির্দেশে ঘরোয়া ক্রিকেটে অনেক ক্রিকেটারই খেলছে, কারণ বিসিসিআই স্পষ্ট বার্তাই দিয়েছে। দলে ঢুকতে গেলে জাতীয় দলের খেলা না থাকলে ঘরোয়া ক্রিকেটে নিজেদের খেলা চালিয়ে যেতে হবে। সেই মতো বুচিবাবু প্রতিযোগিতায় সূর্যকুমার যাদবের মতো তারকারাও খেলেছিল কিন্তু মুম্বইয়ের লজ্জাজনক হার তাঁরা আটকাতে পারলেন না।
আরও পড়ুন-শ্যুটিংয়ের💙 পর এবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এল পদক!প্যারালিম্পিক্সে ইতিহাস প্রীতি পালের…
বꦯুচিবাবু টুর্নামেন্টে মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে তা🧔মিলনাড়ু দল বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে। সেই রানের জবাব কার্যত ছিল না মুম্বইয়ের কাছে। ৫১০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২৮৩ রানে পরাজিত হল সূর্যকুমার যাদবের দল। মাত্র ২২৩ রানেই অলআউট হয়ে যায় মুম্বই শিবির। এই জয়ের সঙ্গে সঙ্গেই প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে গেল তামিলনাড়ু একাদশ। তালিমনাড়ুর হয়ে সিভি অচ্যুৎ এবং সাই কিশোর তিনটি করে উইকেট নিলেন। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন শামস মুলানি।
আরও পড়ুন-উত্তর কোরিয়ার বিপক্ষে জিতল হিজাজি মাহেরের জর্ডꦅন! ISL-র ক✅্লাবদের খোঁচা লালহলুদের…
হাতে চোটের জন্য ম্যাচে ব্যাটিং করেনি ভারতীয় টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। যদিও তাঁর চোট অতটা গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে। সাবধনাতা হিসেবেই নামেননি তিনি। চতুর্থ দিনে মুম্বই দলের কার্যক বিপর্যস্ত অবস্থাই ড্রেসিং রুমে বসে দেখতে হল সূর্যকুমার যাদবকে। দিনের শুরুতে ৬ রান হাতে নিয়ে বিনা উইকেটে শুরু করেছিল মুম্বই। প্রথম ইনিংসে ৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে ০ রান𝄹ে আউট হলেন মুম্বইয়ের এই ম্যাচের অধিনায়ক সরফরাজ খান। প্রথম ইনিংসে শ্রেয়স আইয়ার করেছিলেন ২ রান, সূর্যকুমার যাদব করেছিলেন ৩০ রান। দ্বিতীয় ইনিংসে শ্রেয়স করলেন মাত্র ২২ রান। ফলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দলীপেই নিজেদের নামের প্রতি সুবিচার করতে চাইবেন এই তারকারা।