প্যারিস অলিম্পিক্সে সোনা আসেনি ভারতের, কিন্তু প্যারালিম্পিক্সে সোনা আসতে খুব বেশি অপেক্ষা করতে হল না ভারতকে। শুরুতেই সোনার দেখা পেল ভারত। এক্ষেত্রেও সোনা অবশ্য এল শ্যুটিংয়ে। ভারতকে গর্বিত করলেন সোনার মেয়ে অবনী লেখারা। গতবারও টোকিয়ো প্যারালিম্পিক্সে সোনা জিতেছিলেন অবনী লেখারা। পরপর দুবার প্যারালিম্পিক্সে ভারতকে সোনা এনে দিলেন এই তারকা শ্যুটার, একইসঙ্গে ইতিহাসে নাম লেখালেন তিনি। মহিলাদের এসএইচ ওয়ান ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ভা﷽রতের দুই প্রতিযোগি পদক জিতলেন। প্রথম স্থানে শেষ করলেন অবনী লেখারা, তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পেলেন ভারতের মোনা আগরওয়াল।
যোগ্যতা অর্জনপর্বে দ্বিতীয় স্থানে এদিন শেষ করেছিলেন ভারতের ২২ বছর বয়সী এই মেয়ে। জয়পুরের মেয়ে অবনী যোগ্যতা অর্জন পর্বে স্কোর করেছিলেন ৬২৫.৮ পয়েন্ট, প্রথম স্থানে ছিলেন ইউক্রেনের ইরিনা স্কেটনিক, কিন্তু ফাইনালের শেষে প্রথম তিনে দেখা গেল যোগ্যতা অর্জনপর্বের প্রথম তিনে শেষ করা প্রতিযোগিদের মধ্যে মাত্র একজনকেই। যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় স্থানে শেষ করা অবনী লেখারা শেষ পর্যন্ত ফাইনালে পোডিয়ামে শীর্ষ স্থান🔜েই শেষ করলেন। অর্থাৎ ধারাবাহিকতা অনন্য নিদর্শই তিনি প্যারিস প্য𒊎ারালিম্পিক্সে রাখলেন মহিলাদের এয়ার রাইফেল এসএইচ ওয়ান বিভাগে।
আ✱রও পড়ুন-ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার𝄹 জল্পনা ওড়ালেন রোনাল্ডো! জানালেন কবে নেবেন অবসর…
অবনী লেখারা ফাইনালে শেষ করলেন ২৪৯.৭ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে শেষ করলে𒁏ন দঃ কোরিয়ার লি য়ুনরি। তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পদক পেলেন ভারতের মোনা আগরওয়াল। তাঁর পয়েন্ট ২২৮.৭। এবারে ইতিমধ্যেই শ্যুটিংয়ে এল দুটি পদক। এর আগেরবার টোকিয়ো প্যারালিম্পিক্সে অবনী লেখারা স্রেফ এই ইভেন্টে নয়, অন্য ইভেন্টেও পদক জিতেছিলেন। মহিলাদের ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনেও ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি।
টোকিয়ো প্যারালিম্পিক্সে ভারতের প্রথম প্রতিযোগী হিসেবে জোড়া পদক জিতে নজির গড়েছিꦕলেন অবনী লেখারা, ফলে এবারও তাঁকে নিয়ে ভারতীয় ক্রীড়ামহলের প্রত্যাশার পারদ ছিল উর্ধ্বমুখী। সেক্ষেত্রে তিনি যে প্রত্যাশার চাপের কাছে একবিন্দু বিচলিত হননি, সেটাই বোঝা গেল তাঁর এই অনবদ্য পারফরমেন্সে। লাস্ট রাউন্ডের আগে পিছিয়ে ছিলেন অবনী লেখারা, কিন্তু ওস্তাদের মার শেষ রাতে। সেখানেই দঃ কোরিয়ার প্রতিদ্বন্দীকে পিছনে ফেলে কেল্লা ফতে করলেন জয়পুরের মেয়ে অবনী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।