কোনও অঘটন নয়, বিꦚসিসিআইয়ের মহিলাদের সিনিয়র টি২০ ট্রফিতে ভারতের সেরা হল মুম্বই। তাঁরাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল। অনেক আশা জাগিয়ে ফাইনালে উঠেছিল বাংলার মহিলা ক্রিকেট দলও। কিন্তু শেষরক্ষা হল না। ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলার ব্যাটিং ব্যর্থতার সুযোগ বেশ ভালোভাবেই তুলল মুম্🥀বইয়ের মহিলা ক্রিকেটাররা। সেই সুবাদে সহজেই তাঁরা ম্যাচ থেকে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেলেন।
আরও পড়ুন-অজিভূমে যাওয়ার আগেই 𒈔স্লেজিং শুরু, খারাপ ফর্ম ন💮িয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্টিং
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই মহিলা দলই টি২০ চ্যাম্পিয়ন-
মুম্বইয়ের পুরুষ দলের পর এবার ভারতসেরা মহিলা দলও। পুরুষ দল আগেই জিতেছিল রঞ্জি ট্রফি। মহিলা দলও গতবারের সিনিয়র টি২০ চ্যাম্পিয়ন। এবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সেই জয়ের ধারা বজায় রাখল। ফাইনাল ম্যাচে বাংলাকে ধরাশায়ী করে সহজ জয় তুলে নিল মুম্বই। তাঁরা জিতলেন ৮ উইকেটে। শূন্য হাতেই মাঠ ছাড়তে হল বাংলার ক্রিকেটার🥂দের।
ব্যাট হাতে ব্যর্থ রিচা ঘোষ-
প্রথমে ব্যাট করতে নেমে বেজায় নিরাশ করেন বাংলার ไথেকে জাতীয় দলে সুযোগ পাওয়া রিচা ঘোষ। তিনি ওপেন করতে নেমে মাত্র ৪ রানেই সাজঘরে ফেরেন। টি২০ বিশ্বকাপ থেকেই বাংলার মেয়ে একদম ফর্ম হারিয়েছেন। আরেক ও🔜পেনার ধারা গুজ্জার করেন ৩৮ বলে ২৬ রান, অর্থাৎ অত্যন্ত ধীর গতিতে তিনি রান তুলেছিলেন। বাংলার সমস্ত ব্যাটারের মধ্যে একমাত্র ধারাই ২০ রানের গণ্ডি টপকান।
আরও পড়ুন-ODI ক্রি♍কেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
তিতাশ সাধুর ব্যাট হাতে লড়াই-
শেষদিকে হৃষিতা বসু নেমে ২৪ বলে ১৮ রান করেন। বোলার তিতাস সাধু অবশ্🍨য ১১ বলে ১৭ রান করে দেন। সেই সুবাদেই ১০ উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভারে বাংলার স্কো🌠র পৌঁছায় মাত্র ৮৫ রানে। নাহলে সৌম্যা সিং, জাগরাভি পাওয়ারদের বোলিংয়ের বিরুদ্ধে আরও লজ্জাজনক ফলই অপেক্ষা করছিল বাংলার। ফাইনালে এমন বিশ্রী ব্যাটিং একদমই আশা করা যায়নি।
আরও পড়ুন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব্যবহার…'! BCCIকে চরম বার্তা 🐓পাকিসౠ্তানের…
১২.৩ ওভারেই জয় তুলল মুম্বই-
জবাবে ব্যাট করতে নেমে এক উইকেট না হারিয়েই ম্যাচ থেকে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় মুম্বই দল। পিচের যে কোনও ভূমিকা ছিল না বাং🅘লার ব্যাটারদের আউট হওয়ার ক্ষেত্রে সেটাই প্রমাণ করে দেন হুমেইরা কাজি, ভ্রুশালি ভগতরা। অধিনায়ক হুমেইরা করেন ৩৬ বলে ৪১ রান। ৩৯ বলে ৪৫ রান করেন🐠 ভ্রুশালি। ১২.৩ ওভারের মধ্যেই জয়ের জন্য লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় মুম্বই মহিলা দল।