একবছর আগে ঠিক এই দিনেই দুর্দান্ত এক বিশ্বরেকর্ড গড়েন নেপালের কুশল মাল্লা। ঠিক এক বছর পরে এদিন তাঁর চোখের সামনে সেই বিশ্বরেকর্ড ভেঙে দিলেন জান নিকোল লফটি-ইটন। আন্তর্জাতিক ট🧜ি-২০ ক্রি꧒কেটের ইতিহাসে সব থেকে কম বলে সেঞ্চুরি সর্বকালীন নজির গড়লেন নমিবিয়ার ২২ বছরের অল-রাউন্ডার।
২০২৩ সালে ২৭ ফেব্রুয়ারি মঙ্গোলিয়ার বিরুদ্ধে এশিয়ান গেমসের ম্যাচে মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করেন নেপালের কুশল মাল্লা। সেই ইনিংসে তিনি ৮টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ৫০ বলে ১৩৭ রানে করে অপরাজিত থাꦕকেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম শতরান করার পথে মাল্লা একযোগে ভেঙে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ভারতের রোহিত শর্মা ও চেক প্রজাতন্ত্রের সুদেশ বিক্রমাশেখরার যুগ্ম নজির।
এবার ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি নেপালের বিরুদ্ধে মাত্র ৩৩ বলে শতরান করেন নমিবিয়ার জান নিকোল লফটি-ইটন। অর্থাৎ, তিনি ভেঙে দিলেন কুশ🃏ল মাল্লার ৩৪ বলে করা সেঞ্চুরির বিশ্বরেকর্ড। মঙ্গলবার নেপালের বিরুদ্ধে ধ্বংসাত্মক🐼 শতরান করার পথে জান নিকোল ১১টি চার ও ৮টি ছক্কা মারেন। তিনি ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ১৮ বলে।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে কম বলে সেঞ্চুরি:-
১. জান নিকোল লফটি-ইটন (নমিবিয়া)- ৩৩ বলে।২. কুশল মাল্লা (নেপাল)- ৩৪ বলে।৩. ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)- ৩৫ বলে।৪. রোহিত শর্মা (ভারত)- ৩৫ বলে।৫. সুদেশ বিক্রমাশেখরা (চেক প্রজাতন্ত্র)- ৩৫ বলে।
জান নিকোল লফটি-ইটন শেষমেশ ৩৬ ব😼লে ১০১ রান করে আউট হন। ত্রিদেশীয় আন্তর্জাতিক টি-২০ সিরিজের প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে ৪ উইকেটে ২০৬ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে নমিবিয়া। নিকোসের শতরান ছাড়া লড়াকু হাফ-সেঞ্চুরি করেন ওপেনার মালান ক্রুগার। তিনি ৬টি চার ও ২টি ছক্কার সাহায্🌃যে ৪৮ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন।
ম্যাচে ২০ রানের ব্যবধানে নেপালকে হারিয়ে দেয় নমিবিয়া। পালটা ব্যাট করতে নেমে নেপাল ১৮.৫ ওভারে ১৮৬ রানে অল-আউট হয়ে যায়। ক্যাপ্টেন রোহিত পাউডেল ২৪ বলে ৪২ রা🔯ন করেন। তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন। ৩২ বলে ৪৮ রান করেন দীপেন্দ্র সিংআইরি। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। কুশল মাল্লা ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১ বলে ৩২ রান করে আউট হন। নমিবিয়ার রুবেন ট্রাম্পেলম্যান ২৯ রানে ৪ উইকেট দখল করেন।