শুভব্রত মুখার্জি:- লাল বলের ক্রিকেটে অর্থাৎ টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম সেরা অফ স্পিনার অস্ট্রেলিয়ার নাথান লিয়ন। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ও তিনি নিঃসন্দেহে অন্যতম সেরা অফস্পিনার। টেস্ট ক্রিকেটে হাতে গোনা কয়েকজন বোলার ৫০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন। তাদের মধ্যে নাথান লিয়ন অন্যতম। সম্প্রতি পারথে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে এই নজির স্পর্শ করেছেন তিনি। আর ওই টেস্টেই পাকিস্🧜তানকে এক বিরাট বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে শুভেচ্ছা বার্তায় ভেসেছেন নাথান লিয়ন।
এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে তাঁর অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ ভারতীꦦয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনিও দাঁড়িয়ে রয়েছেন টেস্টে ৫০০ উইকেট নেওয়ার দোড়গোড়াতে। তবে তাঁর আগেই এই মাইলফলক স্পর্শ করে ফেলেছেন নাথান লিয়ন। আর এই কৃতিত্ব অর্জনের পরে নাথান লিয়নকে শুভেচ্ছা জানাতে ভোলেননি অশ্বিন। অশ্বিনের থেকে শুভেচ্ছা পেয়ে আপ্লুত নাথান লিয়ন ও। তবে লিয়নের হয়ে সবথেকে বড় কথাটি মনে হয় বলেছেন তাঁর বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর মতে নাথান লিয়নের টেস্ট কেরিয়ার আরো দীর্ঘায়িত হতে পারে। আর তা হলে কিংবদন্তি শেন ওয়ার্নকে ও ছাপিয়ে যেতে পারেন নাথান লিয়ন এমনটাই বিশ্বাস তাঁর।
লিয়ন পাকিস্তান ব্যাটিংয়ের দ্বিতীয় ইনিংসে তাঁর কেরিয়ারের ৫০০ তম উইকেট তুলে নেন। ত🌃ারপরেই নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে তাঁকে শুভেচ্ছা জানান রবি অশ্বিন। তিনি লেখেন, 'অষ্টম বোলার এবং দ্বিতীয💟় অফ স্পিনার হিসেবে টেস্টে ৫০০টি উইকেট পেয়ে ইতিহাস রচনা করেছে নাথান লিয়ন। অনেক শুভেচ্ছা তোমাকে বন্ধু।' এই টুইটের প্রত্যুত্তরে নাথান লিয়ন লিখেছেন ' অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু। আমি ও অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে তুমি এই মাইলফলক স্পর্শ করবে।'
উল্লেখ্য টেস্টে সর্বাধিক উইকেট শিকারি মুথাইয়া মুরলিধরন। তাঁর ঝুলিতে রয়েছে ৮০০ উইকেট।তিনি ও একজন অফ স্পিনার ছিলেন। আর তারপরেই দ্বিতীয় অফ স্পিনার হিসেবে♐ ৫০০ উইকেট নিয়েছেন নাথান লিয়ন। এছাড়াও দুই লেগ স্পিনার ভারতের অনিল কুম্বলে এবং অস্ট্রেলিয়া শেন ওয়ার্নের দখলেও রয়েছে ৫০০'র বেশি উইকেট। ওয়ার্নের উইকেট সংখ্যা যেখানে ৭০৮ সেখানে কুম্বলে নিয়েছেন ৬১৯ টি উইকেট। এছাড়াও জেমস অ্যান্ডারসন,গ্লেন ম্যাকগ্রাথ এবং কোর্টনি ওয়ালশ এবং স্টুয়ার্ট ব্রডের টেস্টে ৫০০'র বেশি উইকেট রয়েছে।
নিজের দলের সেরা স্পিন অস্ত্রের পারফরম্যান্সে এতটাই মুগ্ধ অজি অধিনায়ক প্যাট কামিন্স যে তিনি জানিয়েছেন, 'আমি মনে করি লিয়নের এখন ও ৪-৫ বছর খেলা বཧাকি রয়েছে। প্রতি বছরে প্রায় দশটি করে টেস্ট খেলবে লিয়ন। আমার মতে লিয়ন এখন ও ৪০-৫০ টা টেস্ট ম্যাচ খেলবে। ফলে এখন ও কয়েকশো আরও উইকেট নিতে পারে লিয়ন। ফলে স্বাভাবিকভাবেই ও ৭০০ উইকেটে পৌঁছাতে পারে (শেন ওয়ার্নকে স্পর্শ করতে পারে বা ছাপিয়ে যেতে পারে)।' উল্লেখ্য, পার্থ টেস্টে ৩৬০ রানের বিরাট ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। তাদের পরবর্তী টেস্ট পাকিস্তানের বিরুদ্ধে ২৬ ডিসেম্বর। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল।