শুভব্রত𝓰 মুখার্জি: আইসিসি আয়োজিত টি-২০ বিশ্বকাপের আসর বসবে আর কয়েক মাসের মধ্যেই। এবারের বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজন করা হচ্ছে। বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। যে কোনও বিশ্বকাপেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ। হাইভোল্টেজ এই ম্যাচকে ঘিরে টিকিটের চাহিদা থাকে গগনচুম্বী। ইতিমধ্যেই এই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলেই খবর। অর্থাৎ ম্যাচ শুরুর আগেই স্টেডিয়াম ভরে যাওয়ার খবরটি নিশ্চিত। এমন আবহে সবার নজর যেদিকে থাকে, তা হল ম্যাচের ভেন্যু। সেই ভেন্যুর একটি ছবি সম্প্রতি প্রকাশ পেয়েছে।
আরও পড়ুন: স্টার্ককে বাদ দেবে কেকেআর? পরিবর্তে অভিষেক๊ হবে চামিরার? ব🌺ড় বদল হতে পারে পঞ্জাবের একাদশে
ক্রিকেটকে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও ছড়িয়ে দিতে উদ্যোগী আইসিসি। আর সে কথা মাথায় রেখেই এবার ভারত বনাম পাকিস্তানের এই ম্যাচ আয়োজন করা হবে আমেরিকা যুক্তরাষ্ট্রে। এই ম্যাচটি আয়োজন করা হবে আমেরিকার নিউ ইয়র্কে। সেখানে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচটি। ভারত- পাকিস্তান ম্যাচ আয়োজন করতেই গড়ে তোলা হচ্ছে স্টেডিয়ামটি। স্টেডিয়ামের কাজ চলছে জোর ক⛎দমে। সেই স্টেডিয়ামের একটি ছবি সম্প্রতি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে স্টেডিয়ামের দর্শকাসনের অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। কাজ চলছে আউটফিল্ড এবং পিচের। তবে দর্শকাসনের উপর এই মুহূর্তে ছাদের কাজ শেষ হয়নি। পাশাপাশি একটি দিকের দর্শকাসনের কাজ এখনও শুরু পর্যন্ত করা হয়নি। ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য গড়ে ওঠা এই স্টেডিয়ামটি একটি মডিউলার স্টেডিয়াম।
আরও পড়ুন: ১৪-১৫ ওভার ব্যাট করে ১১৮ স্ট্রাইকরেট মাꦜনা যায় না- মন্থর ব্যাটিং নিয়ে কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর
স্টেডিয়ামের লুক বিশ্বের অন্যান্য প্রথিতযশা স্টেডিয়ামের থেকে অনেকটাই আলাদা। উল্লেখ্য ভারত বনাম পাকিস্তান এই হাইভোল্টেজ ম্যাচটি খেলা হবে ৯ জুন। আইসিসির তরফে জানানো হয়েছে, তার অনেক আগেই স্টেডিয়ামের কাজ শেষ করে একেবারে সাজিয়ে গুছিয়ে স্টেডিয়ামটি তাদের হꦿাতে তুলে দেওয়া হবে ম্যাচ আয়োজনের জন্য। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৩৪,০০০। এবারে বিশ্বকাপ শুরু হবে ১ জুন থেকে। ভারত বনাম পাকিস্তান ম্যাচের ভেন্যু এই স্টেডিয়ামটির নাম দেওয়া হয়েছে এম্পায়ার স্টেট বিল্ডিং। এবারের বিশ্বকাপের অফিসিয়াল কালার (রঙ) কোড নেভি ব্লু এবং পিঙ্ক (গোলাপি)। নতুন এই স্টেডিয়ামেও এই রঙের ছোঁয়া থাকবে। এবার ডালাপ, লাউডারহিলের ভেন্যুগুলো বিশ্বক﷽াপে চারটি করে ম্যাচ আয়োজন করবে। ক্যারিবিয়ানে ভেন্যু হিসেবে থাকছে অ্যান্টিগা, বার্বাডোস, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।