প্রথম তি𒀰নটি টি-২০ ম্যাচে পরাজিত হয়ে ওয়েস্ট ইন্ডিজ আগেই সিরিজ খুইয়ে বসেছে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যা🎉চ জিতে হোয়াইটওয়াশ হওয়ার আশঙ্কা দূর করল ক্যারিবিয়ান দল। সেন্ট লুসিয়ায় পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টি-২০'তে ইংল্যান্ডের বিরাট রানের টার্গেট তাড়া করতে নেমে দাপটের সঙ্গে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় ওয়𝓡েস্ট ইন্ডিজ। ফিল সল্ট ও জেকব বেথেলের জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ২০০ টপকে বড় রা꧒নের ইনিংস গড়ে তোলে।
ইংল্যান্ড ৫ উইকেটে ২১৮ রান তুলে তাদের ইনিংস শেষ করে। ৩৫ বলে ৫৫ রান করেন ফিল সল্ট। তিনি ৫টি চার ও ৪টি ছক্কা মারেন। ৩২ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন জেকব বেথেল। তিনি ৪টি চার ও ৫টি ছক্কা মারেন। এছাড়া ১২ বলে ২৫ রান করেন উইল জ্যাকস। তিনি ১টি চার🃏 ও ২টি ছক্কা মারেন। ২৩ বলে ৩৮ রান করেন ক্যাপ্টেন জোস বাটলার। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন।
৬ বলে ৪ রান করে আউট হন লিয়াম লিভিংস্টোন। ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২৪ রানের যোগদান রাখেন꧟ স্যাম কারান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪০ রানে ২ উইকেট নেন গুড়াকেশ মোতি। এছাড়া ১টি করে উইকেট সংগ্রহ করেন আলজারি জোসেফ ও রোস্টন চেস।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৯ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২২১ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৬ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে ক্যারিবিয়ান দল। সেই সুবাඣদে ৫ ম্যাচের সিরিজে ব্যবধান কমিয়ে ৩-১ করে তা🔯রা।
ওপেন করতে নেমে এভিন লুইস ৩১ বলে ৬৮ রানের আগ্রাসী ইনিংস খেলেন। তিনি ৪টি চার ও ৭টি ছক্কা মারেন। অপর ওপেনার শাই হোপ করেন ২৪ বলে ৫৪ রান। তিনি ৭টি চার ও ৩টি ছক্কা মারেಌন। ওপেনিং জুটিতেই ওয়েস্ট ইন্ডিজ ১৩৬ রান তুলে ফেলে।
খাতা খুলতে পারে🦄ননি নিকোলাস পুরান, যিনি এদিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার রেকর্ড গড়েন। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে পুরানের এটি ১০২ নম্বর টি-২০ ম্যাচ। তিনি টপকে যান কায়রন পোলার্ডকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে পোলার্ড খেলেছেন ১০১টি টি-২০ ম্যাচ। যদিও রেকর্ড গড়া ম্যাচে ব্যাট হাতে ডাহা ফেল নিকোলাস।
চার নম্বরে ব্যাট করতে নেমে ২৩ বলে ৩৮ রান করেন🧸 ক্যাপ্টেন রোভম্যান পাওয়েল। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া শেরফান রাদারফোর্ড ৩টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে ৪৩ রানে ৩ উইকেট নেন রেহান আহমেদ। ম্যাচের সেরা হন শাই হোপ।