প্লে-অফের টিকিট আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। সোমবার লিগের শেষ ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারি♔য়র্সের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স। সুযোগ ছিল গায়ানাকে ১০০-র কমে আটকে রেখে লিগ টেবিলের প্রথম দুইয়ে ঢুকে পড়ার। তবে প্রতিপক্ষের লেজ ছাঁটতে না পারায় লিগ টেবিলের তিন নম্বরে থেকে প্লে-অফের বৃত্তে প্রবেশ করে নাইট রাইডার্স।
সোমবার গায়ানাকে কার্যত একার হাতে হারিয়ে দেন নাইট রাইডার্সের নিকোলাস পুরান। ধ্বংসাত্মক শতরান করে নাইট রাইডার্সকে বিশাল রানের লক্ষ্যে পৌঁছে দেন তিনি। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে নাইট রাইডার্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২১১ রানের বিরাট🌳 ইনিংস গড়ে তোলে।
পুরান ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ৫৭ বলে। সাহায্য নেন ৯টি চার ও ৮টি ছক্কার। শেষমেশ ৫৯ বলে ১০১ রান ক🐼রে সাজঘরে ফেরেন পুরান।
এছাড়া ২৬ বলে ৩৪ রান করেন জেসন রয়। তিনি ২টি চারও ও ২টি ছক্কা মারেন। ১৩ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন ক্যাপ্টেন কায়রন পোলার্ড। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১৩ বলে ২৭ রান করে নট-আউট থাকেন কেসি কার্টি। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। আন্দ্রে রাসেল ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ৯ রাꦦন করে সাজঘরে ফেরেন।
গায়ানার হয়ে ৪ ওভারে ৫০ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন শামার জোসেফ। ৩ ওভারে ২৯ রান খরচ করে ১টি উইকেট নেন ইমরান তাহির। ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ১টি উ🔯ইকেট সংগ্রহ করেন ডোয়ে🧸ন প্রিটোরিয়াস।
জবাবে ব্যাট করতে নেমে গায়ানা একসময় ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে বসে। তারꦡা ১০০ রানের গণ্ডি টপকাতে পারবে কিনা সেই বিষয়ে ঘোর সংশয় দেয়। তবে শেষমেশ ১৮.৫ ওভারে ১৩৭ রানে অল-আউট হয় গায়ানা। ৭৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতেꦉ নাইট রাইডার্স।
আরও পড়ুন:- IPL 2025 Retention: ভালো খেলা সত্ত্বেও এই ৫ ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে 🔯KKR
গায়ানার হয়ে ২২ বলে ৩৬ ﷺরান করেন রহমানউল্লাহ গুরবাজ। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ১৯ বলে ২৮ রান করেন শাই হোপ। তিনিও ৩টি চার ও ২টি ছক্কা মারেন। নয় নম্বরে ব্যাট করতে নেমে ২৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন গুড়াকেশ মোতি। তিনি ২টি ছক্কা মারেন। দশ নম্বরে ব্যাট করতে নেমে ইমরান তাহির ২টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ২০ রান করেন।