কিছু দিন আগেই একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, ত্রিপুরার নরসিংহগড়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি ২০২৫ সালের আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় হোম মাঠ হতে পারে। এর ꦏকারণ হল🍸 কলকাতার ইডেন গার্ডেন্সে বড় আকারের সংস্কার কাজ শুরু হতে চলেছে। এদিকে নরসিংহগড় স্টেডিয়াম নির্মাণের কাজ ২০১৭ সালে শুরু হয়েছিল যার জন্য ১৮৫ কোটি টাকা খরচ হয়েছে কিন্তু স্টেডিয়াম এখনও প্রস্তুত হয়নি।
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সুব্রত দে কী বলেছিলেন-
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সুব্রত দে পিটিআইকে বলেছেন, ‘আইপিএল সভাপতি অরুণ কুমার ধুমাল সম্প্রতি স্টেডিয়াম পরিদর্শন কর♒েছেন। তিনি বলেছিলেন, ফেব্রꦚুয়ারির মধ্যে স্টেডিয়াম তৈরি হয়ে গেলে এটি কেকেআরের দ্বিতীয় হোম গ্রাউন্ড হতে পারে। আমাদের কাছে আইপিএল ম্যাচ আয়োজন করার সুবর্ণ সুযোগ রয়েছে, তাই আমরা বিখ্যাত নির্মাণ সংস্থাকে ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে কাজটি শেষ করতে বলেছি।’
আরও পড়ুন… দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে🌄 নামার আ💯গেই সূর্যকুমার যাবদের সামনে একাধিক রেকর্ড গড়ার হাতছানি
কলকাতা নাইট রাইডার্সকে চিঠি পাঠিয়েছে সিএবি-
এই খবরের পরেই উঠে পড়ে লাগে সিএবি। এরপরেই ক্রিকেট অ্যাসোসিয়েশনঅফ বেঙ্গলের তরফ থেকে কলকাতা নাইট রাইডার্সের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। জানা গিয়েছে কলকাতা নাইট রাইডার্স আগামী বছরের আইপিএলে তাদের সমস্ত 𒊎হোম ম্যাচ ইডেন গার্ডেন্সে খেলতে প্রস্তুত। রেভস্পোর্টসের রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) কেকেআর ম্যানেজমেন্টকে একটি চিঠি পাঠিয়েছে, সেখানে তারা নিশ্চিত করেছে যে রাজ্য অ্যাসোসিয়েশন আগামী মরশুমে আইপিএল-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হোম ফিক্সচার আয়োজন করতে প্রস্তুত।
আরও পড়ুন… তোমার কিট ব্যাগটা লক করে রেখে দাও: বাবর আজমকে ফর্ম ফিরতে বিরাট কোহলির পথে𒐪 হাঁটতে বললেন রিকি পন্টিং
KKR-এর জন্য ইডেন একটা আবেগ-
আসলে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইডেন গার্ডেন্সের সংস্কার করা হবে যা ভারত ও শ্রীলঙ্কা যৌথভাব💙ে আয়োজন করবে। স্টেডিয়ামের মেকওভার শুরুর বিষয়ে, CAB এখনও তারিখ নির্ধারণ করেনি। তবে এটি ২০২৫ সালের আইপিএলের পরে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
গম্ভীর আর আইয়ার কী বলেছিলেন-
কে🎐কেআর খেলোয়াড় এবং কোচিং স্টাফরা ইডেন এবং কলকাতার সঙ্গে দলের প্রেমের সম্পর্কে বারবার কথা বলেছেন। দলের প্রাক্তন পরামর্শদাতা গৌতম গম্ভীর এমনকি ভারতীয় দলের প্রধান কোচ নিযুক্ত হওয়ার পরে ভেন্যুতে একটি বিদায়ী ভিডিয়ো শ্যুট করতে ফিরে এসেছিলেন। কেকেআর-এর শিরোপা জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারও ইডেনের ইতিবাচক ভাবের কথা বলেছেন।