১৬ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টে খেলবে ভারতীয় দল। এই ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সেই ভিত্তিতেই শেষ মুহূর্তে প্লেয়িং ইলেভেনের সিদ্ধান্ত নেবেন অধিনায়ক রোহিত শর্মা। ম্ﷺযাচের আগে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা বলেছিল🎐েন যে টেস্ট ম্যাচের সকালে ভারত তাদের প্লেয়িং ইলেভেন নির্ধারণ করবে। এর পাশাপাশি প্রতিপক্ষকে ভারতীয় ল কতটা গুরুত্ব দিয়েছে তা নিয়েও কথা বলেছেন রোহিত শর্মা।
ভারতীয় দলের অধিনায়ক বলেছেন,প্রতিপক্ষ নয়, তিনি নিজের দলের পারফরমেন্সের উপরেই বেশ♛ি নজর দেবেন। প্রতিপক্ষকে নিয়ে বেশি না ভেবে নিজের দলকে নিয়েই ভাবতে চান রোহিত শর্মা। তাঁর মতে প্রত্যেক দল ভারতের বিরুদ্ধে খেলার জন্য আলাদা আলাদ কৌশল তৈরি করে, ভারতও তাদের প্রতিপক্ষকে যথেষ্ট চেনে, তাই বর্তমানে টিম ইন্ডিয়া নিজেদের উপরেই ফোকাস করতে চায়।
আরও পড়ুন… IND vs 🎃NZ Test: শুরুতেই কিউয়ি শিবিরে ধাক্কা! চো🍃টের কারণে ছিটকে গেলেন দলের তারকা পেসার
প্রতিপক্ষ দলকে নিয়ে টিম ইন্ডিয়া কী ভাবছে?
সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা বলেন, ‘আমরা যখন অন্য কোনও দলের বিরুদ্ধে খেলতে যাই, তখন প্রত্যেক টিম আলাদা আলাদা চ্যালেঞ্জ নিয়ে আমাদের সামনে আসে। নিউজিল্যান্ড একটা আলাদা দল, তাদের চ্যালেঞ্জও আলাদা হবে। আমরা ওদের সঙ্গে অনেক সঙ্গে অনেক খেলেছি, ওদের অনেক ক্রিকেটারের সঙ্গে আমরা অনেক খেলেছি। সেই কারণেই ওদের শক্তি ও দুর্বলতা সঙ্গে আমরা পরিচিত। তবে আমি আগেও বলেছি, এসব নিয়ে আমরা বেশি ভাবছি না। আ▨মাদের প্রধান লক্ষ্য হল, গত সিরিজে আমরা ভালো করেছি এবার এই সিরিজে আমরা আরও ভালো কী করে করব সেটাই বাস্তবায়ন করা। প্রতিপক্ষ যেই হোক না কেন, আমাদের লক্ষ্য হল নিজেদের আরও ভালো করা। তাই আমাদের ফোকাস হল, গত সিরিজে আমাদের প্রত্যেকটা বিভাগ যেভাবে খেলেছে, এই সিরিজে তার থেকেও ভালো ভাবে খেলা। প্রতিপক্ষের উপর বেশি ফোকাস না করে আমরা নিজেদের উপর বেশি ফোকাশ করতে চাই।’
আরও পড়ুন… BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকাౠয় মুস্তাফিজুর-লিটন! দেখে নিন সাত দলের প্লেয়ার তালিকা
দলের টিম কম্বিনেশন কী হবে?
রোহিত বলেছিলেন যে কন্ডিশনের উপর নির্ভর করে, ভারত তার লাইন আপে ২ বা ৩ স্পিনার নিয়ে মাঠে নামবে। যাইহোক, রোহিত শর্মা নিশ্চিত করেছেন যে ভারত বেঙ্গালুরু টেস্ট ম্যাচে কমপক্ষে দুই স্পিনার নিয়ে খেলবে এবং শর্তের উপর নির্ভর করে তিনজন স্পিনার নিয়েও খে𓄧লতে পারে। বেঙ্গালুরুতে টেস্ট ম্যাচের পাঁচ দিনেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমন পরিস্থিতিতে ভারত এমন একটি বোলিং পরিস্থিতি বেছে নিতে পারে যেখဣানে ৩ জন ফাস্ট বোলার এবং ২ জন স্পিনার থাকতে পারে।
ম্যাচের আগের দিন ܫসাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা বলেন প্রথম একাদশ নির্ভর করবে পিচের অবস্থার ওপর। আজ বৃষ্টি হয়েছে। পিচ ঢেকে দেওয়া হয়েছে। আগামীকাল ১৬ অক্টোবর সকালে টিম ইন্ডিয়া তাদের সেরা প্লেয়িং ইলেভেনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এই সময় প্রতিপক্ষদের নিয়েও মুখ খুলেছেন রোহিত শর্মꦿা।