সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে BCCI। জাতীয় দলে প্রথমবার খেলার জন্য ডাক পেয়েছেন রমনদীপ সিং এবং বিজয় কুমার বৈশক। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে অভিষেক হওয়া মায়াঙ্ক যাদবকে এই দলে দে൩খা যায়নি। BC꧅CI-এর তরফে জানানো হয়েছে, এই তরুণ ক্রিকেটারের চোট রয়েছে। সেই কারণে তাঁকে সাউথ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। শুধু তিনি নন, চোট রয়েছে শিবম দুবে এবং রিয়ান পরাগেরও।
তবে এবারই এই ক্রিকেটারের প্রথমবার চোট পাওয়া নয়। IPL ২০২৪-এ লখনউ সুপার জায়ান্টের হয়ে খেলার সময়ও চোট পেয়েছিলেন। মায়াঙ্ক এবছরই প্রথম IPL-এ সকলের নজরে আসেন। লখনউ সুপার জায়ান্টের হয়ে এক ম্যাচে তিনি ১৫০ কিমি বেগে বল করে চমকে দেন। যদিও এরপর চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। তাঁর চোটের ওপর নজর রাখা হয়েছিল ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। ৫ মাস পর ফের বাংলাদেশের বিরুদ্ধে টি-🅰২০ সিরিজে ক্রিকেট মাঠে ফিরে আসেন। কিন্তু আরও একবার ধাক্কা খেলেন তিনি।
যদিও এর আগে সম্পূর্ণ সুস্থ ছিলেন না মায়াঙ্ক যাদব। তাঁকে সাদা বলের ক্রিকেটের জন্য ফিট করে তুলেই মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। NCA-তে তাঁর চোটের উপর প্রথম থেকেই নজর রাখছিলেন বিশেষজ্ঞরা। সেই মতো সময়ে সময়ে রিহ্যাব চলছিল মায়াঙ্কের। লাল বলের ক্রিকেটের জন্য এখনও ফিট ছিলেন না তিনি। তারই মাঝে আবার চোট পেলেন এই তরুণ পেসার। তবে এটি পুরোনো চোট না নতুন 💙করে অন্য কোথাও চোট লেগেছে সেটা এখনও স্পষ্ট নয়। এখন দেখার এবার কত তাড়াতাড়ি নিজের চোট সারিয়ꦓে ক্রিকেট মাঠে ফিরতে পারেন মায়াঙ্ক।
বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই চমক দেন তিনি। মায়াঙ্ক যাদব তাঁর প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১৫০ কিমি বেগে বল করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। গোয়ালিয়রে তাঁর বলের গতির কাছে বারবার সমস্যায় পড়তে দেখা যায় বাংলাদেশের ব্যাটসম্যানদের। বাংলাদেশের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজে ৩টিই খেলেন মায়াঙ্ক। সেখানে ৪টি উইকেট নেন তিনি। এই মরশুমে IPL-এ ৪ ম্যাচ খেলে মোট ৭টি উইকেট নিয়েছিলেন মায়াঙ্ক। প্রসঙ্গত, নভেম্বরে সাউথ আফ্রিকা সফরে যাবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।✅ সেখানে ৪টি টি-২০ ম্যাচ খেলবে তারা। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর, দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর, তৃতীয় ম্যাচটি অনুষ্ঠ🌟িত হবে ১৩ নভেম্বর এবং শেষ টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর।