শুভব্রত মুখার্জি: চলতি টি২০ বিশ্বকাপে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং কানাডা দুই দল। নিজেদের গ্রুপে ইতিমধ্যেই দুটি ম্যাচ হেরে গিয়েছে পাকিস্তান দল। প্রথম ম্যাচে অপ্রত্যাশিত ভাবে তারা হেরেছে যৌথ আয়োজক আমেরিকার কাছ🔯ে। দ্বিতীয় ম্💖যাচে লো স্কোরিং থ্রিলারে তাদেরকে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। এমন আবহে কানাডা ম্যাচে খেলতে নেমেছিল পাকিস্তান দল। সুপার-৮-এ যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে বাবর আজমদের এই ম্যাচে জিততেই হত। না হলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ছিল নিশ্চিত। এমন আবহে এক গুরুত্বপূর্ণ জয় পেয়েছে পাকিস্তান। সাত উইকেটের ব্যবধানে ম্যাচ জিতেছে তারা। ১৫ বল বাকি থাকতেই। তাদের এই ম্যাচ জয়ের অন্যতম নায়ক নিঃসন্দেহে তাদের কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান। তবে দলকে জেতালেও, এদিন তিনি এক লজ্জার নজির গড়ে ফেলেছেন।
আরও পড়ুন: রিজওয়ানের মন্থর অরꦐ্ধশতরান, তবে কানাডাকে ৭ উইকেটে হারিয়ে সুপার আটের আশা বাঁচিয়ে রাখജল পাকিস্তান
২০০৭ সাল থেকে শুরু হয়েছে পুরুষদের টি-২০ বিশ্বকাপের আসর। পুরুষদের টি-২০ বিশ্বকাপের ইতিহাসে মন্থরতম অর্ধশতরান করার নজির গড়েছেন এই পাক কিপার ব্যাটার। যদিও নজিরটি তাঁর বা তাঁর দলের জন্য একেবারেই সুখকর নজির নয়। তিনি এই✨ নজির গড়ার পথে ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি ব্যাটার ডেভিড মিলারের নজির। ঘটনাচক্রে চলতি বিশ্বকাপেই এই নজির গড়েছিলেন মিলার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মিলার ৫০ বলে অর্ধশতরান করে তাঁর দলকে কঠিন এক ম্যাচ জিতিয়েছিলেন। ওইদিন একটা সময়ে ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৩২ রানে চার উইকেট। সেই অবস্থা থেকে দলকে জেতান তিনি। আর এদিন কানাডার বিরুদ্ধে মহম্মদ রিজওয়ান ৫২ বলে সম্পূর্ণ করেন তাঁর অর্ধশতরান।