ইংল্যান্ডের বিরুদ্ধে মুলতান টেস্টে ইনিংস পরাজয়ের সবচেয়ে বড় দায়টা গিয়ে পড়েছে পাকিস্তা❀নের প্রাক্তন অধিনায়ক বাবর আজমের ওপর। ১৫ অক্টোবর থেকে মুলতানে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে পাকিস্তান দল থেকে বাদ পড়তে পারেন বাবর আজম। সূ🌃ত্রের খবর পাকিস্তান দলের নতুন নির্বাচন কমিটি এটি সুপারিশ করেছে।
শুক্রবার ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে বিব্রতকর পরাজয়ের পর নতুন নির্বাচক ꦫকমিটির বৈঠক হয় লাহোরে এবং এরপর শনিবার মুলতানেও নির্বাচকদের বৈঠক হয়, এরপর বাবর আজমকে দল থেকে বাদ দেওয়ার কথা ওঠেছে। তবে দলের অধিনায়ক শান মাসুদ ও কোচ জেসন গিলেস্পি প্রতিনিয়ত বাবর আজমকে সমর্থন করছেন।
আরও পড়ুন… বুমরাহ-আর্শদীপকে টপকে T20I-তে নতুন রেকর্ড গড়লেন রবি💟 বিষ্ণোই, বললেন ছোটখ🎃াটো কৃতিত্ব
মুলতান টেস্টে হারের পরও বাবরকে রক্ষা করে বলেছিলেন শান। ღতিনি বাবর আজমকে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বলেন। তবে এটা বোঝা যায় যে নির্বাচক কমিটি সম্মিলিতভাবে মনে করেছিল যে বাবর আজম জাতীয় দল থেকে দূরে থাকলে দলের লাভ হবে। এটার কারণ হল নির্বাচক কমিটি মনে করে রান করা এখনও বাবর আজমের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। ২০২২ সালের ডিসেম্বর থেকে তিনি কোনও টেস্টে হাফ সেঞ্চুরি করেননি বাবর আজম।
পাকিস্তান দলের নতুন নির্বাচক কমিটিতে রয়েছেন আকিব জাভেদ, আসাদ শফিক, আজহার আলি, সাবেক আইসিসি আম্পায়ার আলিম দার, বিশ্লেষক হাসান চিমা এবং যে ফর্ম্যাটের জন্য দল নির্বাচন করা ไহচ্ছে তার অধিনায়ক ও প্রধান কোচ। তবে, বোঝা যাচ্ছে যে শুক্রবার নির্বাচক কমিটির বৈঠকে শান মাসুদ বা কোচ জেসন গিলেস্পি কেউই ছিলেন না। সব নির্বাচকরা শনিবার মুলতানে গিয়েছিলেন অধিনায়ক ও কোচের পাশাপাশি পিসিবি কিউরেটর টনি হেমিংয়ের সঙ্গে দেখা করতে। শনিবার অনুষ্ঠিত বৈঠকে কয়েকজন উপদেষ্টা বাবরকে দলে রাখার পক্ষে থাকলেও সংখ্যাগরিষ্ঠের মতামত ছিল ত𒁃াকে দলের বাইরে রাখার।
আরও পড়ুন… IND vs BAN: গম্ভীরের একটা মন্ত্রেই বদলে গিয়েছে দল, সঞ্জুর খেল🅰াতেই সেটা স্পষ্ট- সূর্যকুমার যাদব