বাংলাদেশের কাছে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ম্যাচ না হারার সহজ উপায় খুঁজে বার করে পাকিস্তান। এমন পিচ বানাও, যাতে কোনওভাবেই দুই ইনিংসে অল-আউট না হতে হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে মুলতানের এমনই অর্ডারি পিচে পাক ব্যাটাররা প্রথম ইনিংসে ঝুড়ি ঝুড়ি রান তোলেন। তিনজন ব্যাটার সেঞ্চুরি করেন। তবে দেওয়াল লিখনটা তখন থেকেই প💯ড়া যাচ্ছিল। এই পিচে ইংল্যান্ডর ব্যাটাররা যে পাক বোলারদের কার্যত ক্লাব পর্যায়ের ক্রিকেটারে নামিয়ে আনবেন, সেটা একপ্রকার নিশ্চিত ছিল। হলও তাই।
মুলতান টেস্টে পাকিস্তানের ইঁটের জবা🍸বে পাথর ছুঁড়ছে ইংল্যান্ড। পাকিস্তান টস জিতে শুরুতে ব্যাট করার সুযোগ হাতছাড়া করেনি। তারা নিজেদের প্রথম ইনিংসে ৫৫৬ রান তোলে। ব্যাট করে সাকুল্যে ১৪৯ ওভার। আবদুল্লা শফিক ১০২, শান মাসুদ ১৫১ ও আঘা সলমন ১০৪ রান কতরেন। এছাড়াও হাফ-সেঞ্চুরি করেন সউদ শাকিল (৮২)।
ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে বিস্তর ঘাম ঝরিয়ে ৩টি উইকেট নেন জ্যাক লিচ। ২টি করে উইকেট নেন ব্রাইডন কার্স ও গাস অ্যাটকিনসন। ১টি করে উইকেট দখল করেন ক্রিস 💖ওকস, শোয়েব বশির ও জো রুট।
পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড তৃতীয় দিনের শেষে তাদের প্র♏থম ইনিংসে𓃲 ৩ উইকেটের বিনিময়ে ৪৯২ রান তুলে ফেলেছে। অর্থাৎ, পাকিস্তানের থেকে আর মাত্র ৬৪ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। এখনও হাতে রয়েছে ৭টি উইকেট।
ইতিমধ্যেই ব্যক্তিগত শতরান পূর্ণ করেছেন জো রুট ও হ্যারি ব্রুক। রুট ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে চলেছেন। তৃতী✤য় দিনের শেষে রুট অপরাজিত থাকেন ১৭৬ রানে। ২৭৭ বলের দাপুটে ইনিংসে তিনি ১২টি চার মারেন। হ্যারি ব্রুক অপরাজিত থাকেন ১৪১ রানে। ১৭৩ বলের ইনিংসে তিনি ১২টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
এছাড়া ৭৫ বলে ৮৪ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন বেন ডাকেট। তিনি ১১টি চার🍬 মারেন। ৮৫ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন জ্যাক ক্রলি। তি🀅নি ১৩টি চার মারেন। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন শুধু ক্যাপ্টেন ওলি পোপ। তিনি খাতা খুলতে পারেননি।