শুভব্রত মুখার্জি: ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই আলাদা একটা উন্মাদনার সঞ্চার হয় যেন গোটা ক্রিকেট বিশ্বে। বিশ্বের যে প্রান্তেই দুই প্রতিবেশি দেশ খেলুক না কেন এই ম্যাচ ঘিরে উৎসাহের কোন কমতি হয় না। আসন্ন ওডিআই বিশ্বকাপে ১৪ অক্টোবর ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। তার আগে আবার এশিয়া কাপেও মু🅘খোমুখি হবে দুই দল। এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। আর তাতে একেবারেই ঘৃতাহুতি করলেন পাকিস্তানের বাঁ-হাতি ওপ🦄েনার ইমাম উল হক। ঘুরিয়ে ভারতকে সাবধান করে দিলেন ইমাম। ওয়ানডেতে পাকিস্তান দলকে নাকি সব টিমই সমীহ করে চলে, এমনটাই দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: এশিয়া কাপ আর বিশ🦄্বকাপের আগেই স্ত্রীর চালে চাপে শামি, জামিন পেতে দৌড়তে হবে আদালতে
প্রসঙ্গত ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে শেষ বার ভারতে খেলতে এসেছিল পাকিস্তান। আবার ফের ৭ বছর বাদে ভারতের মাটিতে আসতে চলেছে তারা। এবারের উদ্দেশ্য অবশ্যই ওডিআই বিশ্বকাপে খেলা। ইমামের মতে, ভারত একা নয় ওয়ানডে ফর্ম্যাটে নাকি পাক দলকে ভয় করে চলে বিশ্বের বাকি ক্রিকেট খেলিয়ে দেশগুলো! এই মুহূর্তে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ সমৃদ্𝓀ধ পাক দলের বোলিং আক্রমণ নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা। দলে রয়েছে বাবর আজম, ফখর জামান, ইমাম উল হকের মতন তারকা ব্যাটারও। সব মিলিয়ে যথেষ্ট ভারসাম্যযুক্ত দল এই পাকিস্তান। গত টি-২০ বিশ্বকাপের ফাইনালেও খেলেছিল তারা। তার আগের টি-২০ বিশ্বকাপেরও সেমিফাইনালে উঠেছিল পাক দল। ফলে পাকিস্তান দল যে এই মুহূর্তে ভালো ছন্দে রয়েছে তা বলাই যায়।
🍨আরও পড়ুন: ভাগ বাঘ এসেছে বাঘ- শ্র♎েয়সকে মজা করেই জাতীয় দলে স্বাগত জানালেন সূর্য
ইউটিউবার ড্যানিয়েল শেখের এক পডকাস্টে ইমাম বলেছেন, ‘আমি বর্তমানে থাকতেই ভালোবাসি। আমি এই মুহূর্তে বিশ্বকাপ (ওয়ানডে) নিয়ে ভাবছিই না। হ্যাঁ বিশ্বকাপের ভাবনা আমার মাথায় রয়েছে।সেই মতো প্রস্তুতিও সারছি। আমি নিশ্চিত ভাবেই বলছি বিশ্বের বাকি দলগুলো ওয়ানডে ফর্ম্যাটে আমাদেরকে রীতিমতো ভয় পায়। কারণ আমরা এই💧 ফর্ম্যাটে বেশ কিছু ভালো জয় পেয়েছি। আমরা একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলি। আমি আমাদের দলের প্রতি বিশ্বাস রাখি। আমি মনে করি আমাদের ওয়ানডে দল খুব ভালো একটি দল। আমাদের দলের শক্তি হল আমাদের পেস বোলিং এবং ব্যাটিং। আমি ৬০টার মতন, ফখর ৭০টার মতন আর বাবর একশোর বেশি ম্যাচ খেলেছে। ফলে আমাদের অভিজ্ঞতার কোনও খামতি নেই। বোলিংয়ে নাসিম, শাহিন, হ্যারিস, ওয়াসিম জুনিয়ররা রয়েছে। পাশাপাশি শাদাব (খান), নওয়াজ (মহম্মদ), ওসামা মিরের মতন ক্রিকেটাররাও রয়েছেন। আলি আগা, ইফতিকার (আহমেদ) এবং রিজ্জির (মহম্মদ রিজওয়ান) মতন ক্রিকেটাররা রয়েছেন। সব মিলিয়ে আমাদের ওয়ানডে দল খুব শক্তিশালী দল বলাই যায়।’