শুভব্রত মুখার্জি:- এশিয়া মহাদেশে বিশেষ করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে ক্রিকেট তারকাদের নিয়ে আলাদাই উৎসাহ, উন্মাদনা থাকে। ভারতꦿীয় উপমহাদেশে ক্রিকেটাররা অনেকটা ভগবানের মতো পূজিত ജহন তাঁদের ভক্তদের কাছে। তারকাদের একঝলক দেখতে, তাঁদের সঙ্গে সেলফি তুলতে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
এমন একটি ঘটনাতেই নিজের মেজাজ হারিয়ে নয়া বিতর্কের জন্ম দিয়েছেন সাদা বলের ফর্ম্যাটে পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের দলগত পারফরম্যান্স একেবারে তলানিতে ঠেকেছে। 𒅌যে কোনও ফর্ম্যাটের ক্রিকেটেই তাদের পারফরম্যান্স ভালো নয়। ব্যক্তিগতভাবে বাবর আজমও খুব ভালো ফর্মে নেই। আর এমন আবহেই এবার তাঁর আচরণ আরও বেশি বিতর্কের জন্ম দিয়েছে।
সম্প্রতি 🌳একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে এক ভক্ত বাবরের সঙ্গে সেলফির আবদার করে তাঁর দিকে নিজের ফোনটি নিয়ে আসতে যান।💎 সেই মুহূর্তে দেখা যায় তারকা ক্রিকেটার তাঁকে ঠেলে সরিয়ে দিচ্ছেন। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। আর তার পরেই নিন্দার ঝড় উঠেছে বাবর আজমের ব্যবহার নিয়ে।
অনেক ভক্তের মতে, এত অহংকার ভালো নয়। বেশি অহংকার পতনের কারণ হতে পারে। অনেকে আবার মনে করেছেন মাঠে ভালো পারফরম্যান্স নেই বাবরের। সেই হতাশাই সামনে চলে এসেছে। আরেক পক্ষের মতে বাবর আজমের মতো🐷 ক্রিকেটারের যখন খারাপ সময় চলছে, তখন সবকিছুই এতটাই খারাপ হচ্ছে যে তাঁর পক্ষে নিজের মেজাজ ধরে রাখাটাই কঠিন হচ্ছে।
সবেমাত্র ঘরের মাটিতে টেস্ট সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হতে হয়েছে পাকিস্তানকে। তার পর পা🐠ক তারকারা এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন ঘরোয়া ক্൲রিকেটে খেলতে। সেখানেই ঘটেছে এই ঘটনা। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ওয়ান ডে কাপ ২০২৪ বলে একটি প্রতিযোগিতায় খেলছেন বাবর আজম। সেখানে তিনি খেলছেন স্ট্যালিয়ন্সের হয়ে। সেখানেই এই অনভিপ্রেত ঘটনা ঘটে গিয়েছে।
ভাইরাল হওয়া ওই ক্লিপে দেখা গিয়েছে ওই ভক্ত বাবরের কাঁধে হাত দিয়ে সেলফি তোলার চেষ্টা করছেন। আর সেই সময়েই বাবর তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন। বা🐈বর অবশ্য কাঁধ থেকে হাত সরিয়ে𝓰 দিলেও পরবর্তীতে ওই ভক্তের সঙ্গে ছবি তোলার বিষয়ে পোজ দেন। তা সত্ত্বেও প্রথম ক্ষেত্রে বাবরের আচরণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।