'নিজের দেশের' ভক্তের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন হ্যারিস রউফ। যে ব্যক্তির সঙ্গে ঝামেল🐼া হয়েছিল, তিনি নিজেও জানিয়েছেন যে তিনি পাকিস্তানের নাগরিক। তারপরও রউফের পাশে দাঁড়াতে গিয়ে ভারতীয়দের টেনে আনায় তুমুল রোষের মুখে পড়লেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ রিজওয়ান। নেটিজেনদের একাংশ দাবি করলেন, হ্যারিস যে বাজে আচরণ করেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে যে জঘন্য পারফরম্যান্স করেছে পাকিস্তান, সেটা থেকে নজর ঘোরানোর জন্য ইচ্ছাকৃতভাবে ভারতীয়দের টেনে আনা হয়েছে। শুধু তাই নয়, নেটিজেনদের একাংশ আবার খোঁচা দিয়ে বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই) ব্যবহার করে ওই লেখাটা লিখেছেন রিজওয়ান। যদিও সেই বিষয়টি নিয়ে আপাতত কোনও মন্তব্য করেননি পাকিস্তানের তারকা ব্যাটার।
রউফের ঝামেলা নিয়ে কী বলেছেন রিজওয়ান?
তিনি বলেন, ‘যে ব্যক্তি হ্যারিস রউফকে অশ্রদ্ধা করেছেন, তিনি পাকিস্তানি নাকি ভারতীয়, সেটা গুরুত্বপূর্ণ নয়। আসল বিষয়টা হল যে ওই ব্যক্তির মধ্যে মূল্যবোধ এবং ভদ্র🅷তার লেশমাত্র নেই। কোনও মানুষকে অসম্মান করার অধিকার নেই কোনও ব্যক্তিরই। বিশেষত তাঁর পরিবারের সদস্যের সামনে তো (সেই কাজটা কোনওভাবে বরদাস্ত করা যায় না)। এরকম ভয়ংকর আচরণ বন্ধ করতে হবে। সহনশীলতা, সম্মান এবং সহানুভূতির মতো বিষয়গুলি ক্রমশ বিরল হয়ে যাচ্ছে।’
নেটিজেনদের প্রতিক্রিয়া
রিজওয়ান যে মন্তব্য করেছেন, তাতে ভারতীয়দের টেনে আনায় চটে গিয়েছেন নেটিজেনদের একাংশ। এক নেটিজেন বলেন, 'এখানে ভারতীয় বলার কোনও দরকারই ছিল না। ওই ফ্যানই বলেছেন যে তিনি পাকিস্তানের লোক।' অপর একজন বলেন, 'আমার মনে হয় যে সহানুভূতি পাওয়ার জন্য এই ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে। ওঁরা যে প্রবল 𝔉রোষের মুখে পড়বেন, সেটা অনুমান করেই সম্ভবত ইচ্ছাকৃতভ🌳াবে ভারতীয়দের টেনে আনা হয়েছে।'
অপর এক নেটিজ♛েন বলেন, ‘ওই লোকটা স্বীকার করে নিয়েছেন যে তিনি পাকিস্তানের লোক। কিন্তু আপনাকে ভারতের নাম নিতে হবে, কারণ আপনাকে নোংরা খেলা খেলতে হবে, যে খেলাটা ২০২১ সালে মহম্মদ শামির বিরুদ্ধে খেলেছিলেন।’ এক নেটিজেন আব꧙ার বলেন, ‘সম্মানের সঙ্গে হারটা স্বীকার করতে শিখুন। ভারতের বিরুদ্ধে হেরে গিয়ে ভারতীয়দের বাজে ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছেন।’
রউফের ঝামেলার বিষয়টা ঠিক কী হয়েছিল?
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে পাকিস্তান ছিটকে যাওয়ার পরে রউফের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যায় যে পাকিস্তানের টিম হোটেলের বাইরে কয়েকজন ফ্যানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছেন রউফ। তারইমধ্যে একজন ফ্যানকে কিছু বলতে শোജনা যায়। তারপরই তাঁর দিকে তেড়ে যান রউফ। পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন বাকিরা।
ততক্ষণে আবার ওই ব্যক্তিকে ভারতীয় হিসেবে তুলে ধরার চেষ্টা করতে থাকেন রউফ। তাঁকে বলতে শোনা যায়, 'এটা তোর ভারত নয়।' পালটা💦 ওই ওই ব্যক্তি বলেন, ‘পাকিস্তানের লোক আমি।’ আর সেই ভিড🌜িয়ো সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল হয়ে যায়। তুমুল রোষের মুখে পড়েন রউফ। তিনি দাবি করেন যে তাঁর পরিবারকে তোলা হয়েছিল। আর ভবিষ্যতে এরকম হলে যোগ্য জবাব দিতে ছাড়বেন না।