একটা সময় ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। তাঁর ব্যাটের মাধ্যমে দেশকে উপহার দিয়েছেন একাধিক বড় ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚইনিংস। ঝুলিতে রয়েছে একাধিক অর্ধশতরান। যদিও একটা সময়ের পর জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন তিনি। তবে দীর্ঘদিনের ক্রিকেট জীবনের মধ্যে তাঁকে বহুবার পড়তে হয়েছে ট্রোলের মুখেও। বিশেষ করে ক্যাচ মিস হওয়ায় বহুবার তিনি শিকার হয়েছেন কটাক্ষের। এমনকী, এর জন্য তিনি শিরোনামেও উঠে এসেছেন বহুবার। তবে এবার এক ট্রোল করা ব্যক্তিকে পালটা ট্রোল করলেন পার্থিব প্যাটেল। নিজের এক্স হ্যান্ডেল থেকে মজার ছলে কড়া জবাব দিলেন এক নিন্দুককে। ঘটনার উৎস সেই ক্যাচ মিসই। মাত্র ৬টি শব্দে তিনি জবাব দিলেন এবং শেষ করলেন হাসির ইমোজি দিয়ে।
২০০২ সালে শুরু হয়েছিল পার্থিব প্যাটেলের ক্রিকেট জীবন। ইংল্য🌞ান্ডের বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে তিনি প্রথমবার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে নামেন। প্রথমদিকে ব্যাট হাতে বেশি কিছু না করতে পারলেও, পরের দিকে তিনি খেলেছেন বেশকিছু মনে রাখার মতো ইনিংস। তবে দেড় দশকের উপর ক্রিকেট জীবনে তিনি বহুবার মুখোমুখি হয়েছেন ট্রোলের এবং শিকার হয়েছেন কটাক্ষের। বিশেষ করে 'ক্যাচ মিস'এর জন্য বহুবার তাকে মুখোমুখি হতে হয়েছে সমালোচনার। কিন্তু কখনও তিনি পালটা কাউকে কিছু দেননি। বরাবর ঠান্ডা মাথায়ই সব নিন্দার মোকাবিলা করেছেন। তবে এবার দেখা গেল সম্পূর্ণ অন্য চিত্র। ট্রোলারকে ট্রোল করলেন পার্থিব।
সম্প্রতি, নিজের এক্স হ্যান্ডেল থেকে পার্থিব জানিয়েছেন যে টিম ইন্ডিয়ার এই মুহূর্তে উচিত এমন একজনকে উইকেটরক্ষক করার যে লাগাতার রঞ্জি ট্রফি ও অন্যান্য ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা খেলে চলেছে। এই পোস্টকে ঘিরে একজন এক্স হ্যান্ডেল ব্যবহারকারী একটি ছবি 🌊পোস্ট করেন নিজের প্রোফাইলে। সেই ছবিতে দেখা গিয়েছে পার্থিব প্যাটেলের দ্বারা ক্যাচ মিস হও🍌য়া ঘিরে নেটিজেনদের মন্তব্য। সেই ছবিতে দুটি কোট দেওয়া যাতে বলা হয়েছে পার্থিব প্যাটেলকে দল থেকে বের করে দেওয়ার কথা এবং ক্যাপশনে দেওয়া, 'রেগুলার উইকেটরক্ষক যদি আপনার মতো হয় তাহলে কি করা উচিত?।'
জবাবে প্রাক্তন তারকা সেই ব্যবহারকারীর পোস্টটি পালটা শেয়ার করে জানান যে, '♑তাহলে ওকেও বসিয়ে দেওয়া হতো।' এই পোস্ট ভাইরাল হতেই ফের ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার শির⛎োনামে উঠে আসেন পার্থিব। অনেকে তাঁর সমর্থনে এবং অনেকে আবার বিরুদ্ধেও লিখেছেন। তবে সব মিলিয়ে পার্থিবের জবাব মন ছুঁয়েছে ক্রিকেটপ্রেমীদের একাংশের।