ভারতে বরাবরই অতিথিরা এলে বেশ জমজমাট আবহ পান। কখনই অতিথিদের ভারত খালি হাতে ফেরায় না, বরাবরই ভালোবাসার সাজিয়ে রাখে ভারতীয়রা। যে যেই হন না কেন। এই যেমন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদ দলের অধিনায়কত্ব করছেন। বুধবারই তাঁর দল লখনউ শিবিরের ওপর কার্যত বুলডোজার চালিয়ে দিয়েছে। ট্রাভিস হেড, অভিষেক শর্মাদের তাণ্ডবে দিশেহারা হয়ে গেছিল লখনউ বোলিং লাইন আপ। প্লে অফ জেতে গেলে এই ম্যাচ জিততেই হত প্যাট কামিন্সের দলকে। নাহলে অনেকটাই পিছিꦜয়ে পড়ত তাঁর দল। নিজের জন্মদিনেই ম্যাচ ছিল অজি অধিনায়কের। তাই দলের সতীর্থরাও মরিয়া ছিলেন অধিনায়ককে একটা জয় উপহার দিয়ে দিনটা সুন্দর করে তুলতে, পাশাপাশি দলকেও প্লে অফের রাস্তায় রাখতে। সেটা তাঁরা করলেও বটে। জন্মদিনে প্যাট কামিন্সের দল জিতল, সমর্থকরাও তৃপ্ত হলেন। এরই মধ্যে ভাইরাল হল এক ভিডিয়ো, যেখানে দেখা গেল গোটা রাজীব গান্ধী স্টেডিয়ামই একসঙ্গে সুর মেলাল অজি অধিনায়ককে জন্মদিনে শুভেচ্ছা জানাতে।
আরও প🌊ড়ুন-পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক, বায়ার্নকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইন🌠ালে রিয়াল
ম্যাচ চলাকালীন সানরাইজার্স দলের ফিল্ডিংয়ের সময় গ্যালারির উদ্দেশ্যে মাঠে উপস্থিত ডিজে বলেন একটা গান হয়ে যাক। এরপর কাউন্টডাউন দিয়েই শুরু করেন প্যাট কামিন্সকে উদ্দেশ্য করে ‘হ্য♉াপি বার্থ ডে টু ইউ’ গান। এরপর সুরে সুর মেলায় স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও। বিষয়টি কানে গিয়ে পৌঁছায় কামিন্সেরও। তখন তিনি সাড়া না দিলেও দলকে জিতিয়ে তিনি সমর্থকদের রিটার্ন গিফট দিলেন। এই ভিডিয়🗹ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। এরপর প্যাট কামিন্সও নিজের সোশাল মিডিয়ায় সমর্থকদের ধন্যবাদ জানান জন্মদিনে এমন সমর্থনের জন্য।
আরও পড়ুন-দুরন্ত ছন্༒দ অব্যাহত, সৌদি স্ম্যাশের কোয়ার্টারে মনিকা বাত্রা-ভিডিয়ো
বুধবার ৩১ পেরিয়ে ৩২-এ পা দিয়েছেন কামিন্স। জন্মদিনেই আরও একটি অন্য ভিডিয়ো ভাইরাল হয়েছিল,যেখানে দেখা যাচ্ছিল তিনি বলছেন আইপিএল জেতার পর তাঁঁর অভিজ্ঞতার কথা। কলকাতার হয়ে ট্রফি জিতে ফেরার পর লাখ খানেক সমর্থক তাঁদের দেখতে গেছিল, আইপিএলের এইไ জনপ্রীয়তা বিশ্বের যে অন্য কোনও লিগে নেই, সেটা বোঝা গেছিল কামিন্সের কথাতেই। আর তিনিও যে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ভালোবাসায় আপ্লুত, তা বলাই যায়।
আরও পড়ুন-স্কুলে যাওয়ার নাম শুনলেই 🌞মাথা ব্যথা করত, ভারতীয় ক্রিকেটারের রহস্য ফাঁস꧃!
অস্ট্রেলিয়ান অধিনায়ক দীর্ঘদিন খেলছেন আইপিএলে। বুধবার লখনউয়ের বিপক্ষে একটি উইকেটও নিয়েছিলেন। এবারের আইপিএলে তাঁর দল যেমন একের পর এক রেকর্ড গড়েছে, তেমন তাঁর আন্তর্জাতিক দলও তাঁর অধিনায়কত্বে জিতেছে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ, ওডিআই বিশ্বকাপ। ফাইনালে ভারতকে হারালেও ভারতীয়রা যে মনে রাগ ধরে রাখেননি তাঁর প্রতি, সেটা প্🎃যাট কামিন্স হয়ত মানুষের এই ভালোবাসা দেখেই বুঝতে পারলেন।