আর কিছুদি🦩ন পরই শুরু হবে আইপিএল। ইতিমধ্যেই অর্ধেক সূচি ঘোষণা করা হয়ে গিয়েছে। তবে জানানো হয়েছে যে আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলে বাকি সূচি নিয়🥀ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একদিকে যেমন ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে, তেমনই অংশগ্রহণকারী সকল ক্রিকেটারদের প্রস্তুতিও এখন তুঙ্গে পৌঁছে গিয়েছে। এরপরই টি২০ বিশ্বকাপ, সুতরাং সকল ক্রিকেটারের কাছেই এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেদের জায়গা জাতীয় দলে পাকা করার জন্য।
তবে এরই মাঝে নাইট শিবির থেকে উড়ে আসে একটি খবর। ব্যক্তিগত কারণে খেলতে পারবেন না ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জেসন রয়। গত মরশুমে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন, তবে এই মরশꦚুমে তাঁকে দেড় কোটি টাকার বিনিময়ে নিজেদের দলে জায়গা দেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোয়, তা𝓡ঁর পরিবর্তে দলে জায়গা দেওয়া হয় ইংল্যান্ডের আরেক তারকা ক্রিকেটার ফিল সল্টকে।
কিন্তু এই ক্ষেত্রেও হয় একটি সমস্যা। কি সেই সমস্য🍒া? চলতি বছরের মে মাসের ২২ তারিখে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ইংল্যান্ড। এবার তার আগে আইপিএলে অংশগ্রহণ করতে হলে ইংল্যান্ডের এই তরুণ ক্রিকেটারকে পেতে হবে 'নো অবজেকশন সার্টিফিকেট' (এনওসি)। কিন্তু যদি তিনি না পান, তাহলে তিনি ভারতের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবেন না। জানা গিয়েছে যে নাইট শিবিরও পুরো ঘটনাটি ভালো করে জানে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাপে পড়েছে নাইট দল সহ তাদের সমর্থকেরা। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে দ্রুত যদি জেসন রয়ের পরিবর্তে কাউকে খুঁজে না পাওয়া যায়, তাহলে বড় চাপে পড়তে পারে বাদশার দল। তবে অনেকে এটাও দাবি করেছেন যে এখন ভারতবর্ষে তরুণ ক্রিকেটারের অভাব নেই সুতরাং কেউ না কেউ তার জায়গা নিয়ে নিতে সফল হবেই। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত সল🌠্ট এনওসি পান কিনা।
একনজরে কলকাতা নাইট রাইডার্স দল: নীতীশ রানা, রিঙ্কু সিং, গুরবাজ, শ্রেয়স আইয়ার, জেসন রয়/ফিল সল্ট, সুনীল নারিন, সুয়াশ শর্মা, অনুকূল ꧃রয়, আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আইয়ার, হার্ষিত রানা, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী, কেএল ভারত, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক, রঘুবংশী, রাদারফোর্ড, মনীশ পান্ডে, মুজিব উর রহমান, অ্যাটকিনসন, শাকিব হুসেন।