ফিটনেসের ধারে কাছে নেই, তাই বাধ্য হয়েই পৃথ্বী শকে পরের রঞ্জি ট্রফি ম্যাচ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুম্বই রঞ্জি ট্রফি দলের নির্বাচকরা। অক্টোবরের ২৬ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত ত্রিপুরার বিরুদ্ধে খেলা হওয়ার কথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই দলের। কিন্তু সেই দলে রাখা হল না পৃথ্বী শকে। টানা খারাপ পারফরমেন্সেꦕর জন্য তাঁকে বাদ দেওয়া হয় স্কোয়াড থেকে।
ফিটনেসে মন দিতে পৃথ্বীকে বার্তা দলের-
চলতি রঞ্জি ট্রফিতে ফর্মের একদমই কাছে নেই পৃথ্বী শ। মুম্বই দল গতবারের রঞ্জি চ্যাম্পিয়ন। এবারে ইরানি কাপেও জিতেছে। সোমবারই প্রথম জয়ের স্বাদ পেয়েছে এবারের রঞ্জিতে। কিন্তু সেখানেও পৃথ্বীর পারফরমেন্স তেমন ছিল না। শ্রেয়সদের জ্বলে ওঠার দিনে নিষ্প্রভই ছিলেন ডানহাতি ওপ♏েনার। তাই তাঁকে ফিটনেস প্রোগ্রামে যোগ দিতে বলা হয়েছে।
চার ইনিংসে পৃথ্বী মোট স্কোর ৫৯-
জানা যাচ্ছে, মুম্বই রঞ্জি দলের নির্বাচকরা পৃথ্বী শকে জানিয়েছেন এমসিএর ফিজিকাল ট্রেনারের কাছে ১৪ দিনের একটি ট্রেনিং নিতে। 🦩এখনও পর্যন্ত রঞ্জির চার ইনিংসে পৃথ্বী করেছেন ৭, ১২, ১ এবং ৩৯ রান। অর্থাৎ চার ইনিংস মিলিয়ে রঞ্জি তাঁর সম্মিলিত স্কোর মাত্র ৫৯। ফলে রঞ্জি চ্যাম্পিয়ন দলের ওপেনারের যদি এই পারফরমেনস হয়, তাহলে গোটা দলের মনোবল তো ধাক্কা খাবেই, একইসঙ্গে দলের ভারসাম্যও নষ্ট হবে।
পৃথ্বী শরীরে অতিরিক্ত মেদ-
এমসিএর তরফে পৃথ্বী শকে জানানো হয়েছে, তাঁর শরীরে ৩৫ শতাংশ ফ্যাট রয়েছে। ফলে এই পরিস্থিতিতে তাঁকে দলে ফিরতে গেলে, কঠোর পরিশ্রম করে মূলত ফিজিক্যাল ফিটনেসের দিকে কড়া নজর দিতে হবে। শরীর থেকে এই অতিরিক্ত মেদ ঝেড়ে ফেলতে হবে। অন্যথায় তাঁকে দলে সুযোগ দেওয়া সম্ভব নয়। ফলে ভারতীয় দলের এক সময়ের প্রতিভাবান এই ক্রিকেটা🥂রের কাজটা ফের একবার কঠꦺিনই হল। কারণ গত মরশুমেও তেমন ছন্দে ছিলেন না এই ক্রিকেটার।
আরও পড♐়ুন-‘এখন নয়, ৩১ তারিখের মধ্যে জানাব’, IPL নিয়ে CSKকে বার্তা ধোনির! জিইয়ে রইল ধোঁয়াশা
ত্রিপুরার বিরুদ্ধে দলে নেই সূর্যকুমার যাদব-
প্রসঙ্গত ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচে সূর্যকুমার যাদবকে পাবেন না মুম্বই অধিনায়ক আজিঙ্কা রাহানে। ইতিমধ্যেই মুম্বই ক্রিকেট সংস্থার কাছে সূর্যকুমার যাদব ব্যক্তিগত কারণে ত্রিপুরা ম্যাচের সময়ে ছুটি চেয়েছেন, আর সেই ছুটি মেনেও🐻 নিয়েছে মুম্বই। যদিও শ্রেয়স আইয়ার এই ম্যাচেও খেলতে চলেছে। ২ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে বেশ ভা🔜লো জায়গায় রয়েছে ত্রিপুরা দল।