শেষমেশ সত্যি হল সম্ভাবনা। ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে দেশের বাইরে সাধের টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যেতে বাধ্য হল প্রতিবেশী দেশ। চলতি পিএসএলের বাকি ম্যাচগুলি অন্য দেশে আয়োজনের সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসবাদী হামলার পরে দীর্ঘদিন পাকিস্তানের মাটিতে কোনও প্রথমসারির ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়নি। অবশেষে পরিস্থিতি বদলানোর লক্ষণ দেখা গিয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসি ইভেন্টের বেশ কিছু ম্যাচ নিজেদের দেশে আয়োজন করতে সক্ষম হয় পাকিস্তান। সবে সেই সন্ত্রাসকেই প্রশ্রয় দেওয়ার ফের মাশুল দিতে হল পাকিস্তানকে। এবার নিজেদের ঘরোয়া টি-২০ লিগকে বিদেশের মাটিতে আয়োজন করতে হচ্ছে তাদের।
কোথায় খেলা হবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি
নিজেদের দেশে কোণঠাসা হলেই পাকিস্তান ক্রিকেট সেকেন্ড হোম হিসেবে ব্যবহার করে আমিরশাহিকে। এক্ষেত্রেও তার অন্যথা হল না। ভারতের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি ডেকে আনার পরে তারা চলতি পিএসএলের বাকি ম্যাচগুলি আয়োজনের জন্য আমিরশাহির স্মরণাপন্ন হল।
আরও পড়ুন:- IPL 2025-এর মাঝেই শ্রেয়স আইয়ারের দলে যোগ দিলেন KKR তারকা অংকৃষ রঘুবংশী, কত টাকায়?
উল্লেখ্য, বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে করাচি কিংস ও পেশোয়ার জালমির মধ্যে পিএসএল ম্যাচ আয়োজিত হওয়ার কথা ছিল। তবে স্টেডিয়াম চত্বরে ড্রোন এসে পড়ায় তড়িঘড়ি বৈঠক ডেকে ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিতে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। চলতি পাকিস্তান সুপার লিগ কার্যত শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। টুর্নামেন্টের চারটি লিগ ম্যাচ ও চারটি প্লে-অফ ম্যাচ বাকি রয়েছে। এই ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে আমিরশাহিতে।
উত্তপ্ত পরিস্থিতিতে পিএসএলে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটাররা পাকিস্তানে থাকতে চাইছেন না। সম্ভবত সেই কারণেই পিসিবির উপর চাপ বাড়ে। বিদেশি ক্রিকেটাররা ইতিমধ্যেই পাকিস্তান ছেড়ে আমিরশাহির উদ্দেশ্য রওনা দিতে শুরু করেছেন বলে খবর।
আরও পড়ুন:- IPL নিলামে অবিক্রিত তারকা আয়ুষদের টপকে সর্বোচ্চ দাম পেলেন মুম্বই T20 লিগে
নতুন করে পিএসএলের বাকি ম্যাচগুলির সূচি নির্ধারণ করতে হওয়ায় টুর্নামেন্ট পূর্ণ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হবে না। সেই কারণে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও এর বড়সড় প্রভাব পড়তে পারে। পিএসএলের পরেই বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজ খেলার কথা পাকিস্তানের। পিএসএল দেরিতে শেষ হলে বাংলাদেশ সিরিজ যথা সময়ে শুরু হওয়া নিয়েও সংশয় দেখা দিতে পারে।
অনিশ্চয়তা পাকিস্তান-বাংলাদেশ সিরিজ নিয়েও
অবশ্য বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান নিজেদের দেশে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের সাহস দেখাবে বলে মনে হয় না। বাংলাদেশ ক্রিকেট দলও এমন যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানে খেলতে যাবে কিনা, সেই বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। পাকিস্তান সফরের ঠিক আগে শারজায় আমিরশাহির বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা বাংলাদেশের। সুতরাং, বাংলাদেশ দল আমিরশাহিতেই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে পারে। যদিও এখনও পিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।