দিল্লির হয়ে মাত্র ৭টি লিস্ট-এ ও ১৮টি টি-২০ ম্যাচ খেলার সীমিত অভিজ্ঞতা নিয়েই আইপিএলের আঙিনায় মাথা গলিয়ে দ🗹েন প্রিয়াংশ আর্য। ৩০ লক্ষ টাকার এ꧅ই আনকোরা ক্রিকেটারকে নিয়ে আইপিএল নিলামে যে রকম টানাটানি পড়ে যায়, তাতেই বোঝা যাচ্ছিল যে, বিশেষ প্রতিভা হিসেবে বিবেচিত হচ্ছেন ২৪ বছরের তরুণ। শেষমেশ পঞ্জাব কিংস ৩ কোটি ৮০ লক্ষ টাকার মোটা অঙ্কে দলে নেয় দিল্লির এই ঘরোয়া ক্রিকেটারকে। বলা বাহুল্য, রিকি পন্টিংদের বিন্দুমাত্র হতাশ করেননি প্রিয়াংশ।
আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে সাজঘরে ফিরতে হয় প্রিয়াংশকে। তিনি সেই ম্যাচে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৪৭ রানের মারকাটারি ইনিংস খেলে আউট হন। লখনউ ও রাজস্থানের বিরুদ্ধে পরবর্তী ২টি ম্যাচে বিশেষ কিছু𒀰 করে দেখাতে পারেননি প্রিয়াংশ। তিনি ২টি ম্যাচে যথাক্রমে ৮ ও ০ রানে আউট হন। তবে সিএসকের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান প্রিয়াংশ।
মঙ্গলবার মুল্লানপুরে আইপিএল ২০ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ২৫-এর ২২তম লিগ ম্যাচে সম্মুখসমরকে নামে পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পঞ্জাব। হোমটিম ইনিংসের শুরুতেই প্রভসিমরন সিং (০) ও শ্রেয়স আইয়ারের (৯) উইকেট হারিয়ে বসে। তার পরেও পঞ্জাব বড় রানের ইনিংস গড়ে প্রিয়াংশ আর্যর জন্যই।
প্রাথমিক ধাক্কা সামনে প্রিয়াংশ ব্যাট হাতে ঝড় তোলেন। তিনি ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ১৯ বলে🌠 ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। পাওয়ার প্লে-র মধ্যেই অর্ধশতরান পূর্ণ করা প্রিয়াংশ সিএসকের বিরুদ্ধে সব থেকে কম বলে🐲 হাফ-সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নেন।
তবে সেখানেই না থেমে ব্যাটিং তাণ্ডব জারি রাখেন প্রিয়াংশ। তিনি ৭টি চার ও ৯টি ছক্কার সাহায্যে মাত্র ৩৯ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি ꩵটপকে যান। আইপিএলের ইতিহাসে সব থেকে কম বলে সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় যুগ্মভাবে চার নম্বরে জায়গা করে নেন প্রিয়াংশ। পঞ্জাব ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে দ্বিতীয় দ্রুততম শতরানের মালিক হন আর্য। চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএলে সব থকে কম বলে সেঞ্চুরি করার সর্বকালীন রেকর্ড গড়েন প্রিয়াংশ। শেষমেশ ৪২ বলে ১০৩ রান করে আউট হন পঞ্জাবের তরুণ ওপেনার।
আইপিএলে দ্রুততম শতরান
১. ক্রিস গেইল (আরসিবি)- ৩০ বলে বনাম পুণে ওয়ারিয়র্স (চিন্নাস্বামী🐎, ২০১৩)।
২. ইউসুফ পাঠান (রাজস্থান রয়্যালস)- ৩৭ বলে বনা🧜ম মুম্বই ইন্ডিয়ান্স (ওয়াংখেড়ে, ২০১০)।
৩. ডেভিড মিলার (কিংস ইলেভেন পঞ্জাব)- ৩৮ বলে বনাম আরস🎉িবি (মোহালি, ২০১৩)।
৪. প্রিয়🐟াংশ আর্য (পঞ্জা🔯ব কিংস)- ৩৯ বলে বনাম সিএসকে (মুল্লানপুর, ২০২৫)।
৫. ট্র্যাভিস হেড (সানরাইজার্স𒉰 হায়দরাবাদ)- ৩৯ বলে বনাম আরসিবি (চিন্🙈নাস্বামী, ২০২৪)।