চলতি তামিলনাড়ু প্রিমিয়র লিগের প্রথম ম্যাচে ১৬০ রান তুলেও ত্রিচিকে হারিয়ে দেয় রবিচন্দ্রন অশ্বিনের ডিন্ডিগুল ড্রাগন্স। তবে দ্বিতীয় ম্যাচে সালেম স্পার্টান্সের কাছে হারের 🍎মুখ দেখতে হয় অশ্বিনদের। স্কোরবোর্ডে বড় রান তুলতে না পারার মাশুল দেয় ডিন্ডিগুল। অশ্ব🧔িনরা বুঝে যান, রোজ রোজ গড়পড়তা রান তুলে ম্যাচ জেতা যায় না।
স🐈োমবার সালেমে টিএনপিএল ২০২৪-এর ষষ্ঠ লিগ ম্য়াচে সম্মুখসমরে নামে ডিন্ডিগুল ড্রাগনস ও সালেম স্পার্টান্স। টস জিত♛ে শুরুতে ব্যাট করতে নামে ডিন্ডিগুল। যদিও তারা দেড়শো রানের গণ্ডি টপকাতেও ব্যর্থ হয়। ড্রাগনস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪৯ রান সংগ্রহ করে।
ওপেনার হিসেবে মাঠ🔥ে নেমে পালে হাওয়া পাচ্ছেন না রবিচন্দ্রন অশ্বিন। তিনি প্রথম ম্যাচে ওপেন করে ৫ রানে আউট হন। এবার দ্বিতীয় ম্🔜যাচে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ১০ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন রবিচন্দ্রন। অপর ওপেনার শিবম সিং মাত্র ২ রান করে আউট হয়ে বসেন।
বিমল কুমারকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন বাবা ইন্দ্রজিৎ। বি𝔉মল ৩২ বলে ৪৭ রান করে সাজঘরে ফেরেন। তিনি✃ ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ইন্দ্রজিৎ দলের হয়ে সব থেকে বেশি ৫১ রান করে আউট হন। ৩৪ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন।
এছাড়া ১০ বলে ২০ রা𒐪ন করেন দীনেশ রাজ। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। বাকিরা কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। সালেমের হয়ে ২৩ রানে ২টি উইকেট নেন সানি সান্ধু। হরিশ কুমার নেন ২♛৮ রানে ২টি উইকেট।
পালটা ব্যাট করতে নেমে সালেম স্পার্টান্স ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫০ রান তুলে নꦐেয়। ১১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে তারা। ২৮ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন রাজেন্দ্রন বিবেক। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। ৩৪ বলে ৪৬ রান করেন আর কেভিন। তিনি ৮টি চার মারেন।
আরও পড়ুন:- দা💃দার কীর্তি: সৌরভ গঙ্গোপাধ্🥂যায়ের এই ৫টি রেকর্ড এখনও ভাঙতে পারেননি কেউ
অশ্বিন ৪ ওভারে মোটে ২৪ রান খরচ করেন, তবে কোনও 🌼উইকেট পাননি তিনি। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৭ রান খরচ করে ১টি উইকেট নেন। সন্দীপ ওয়ারিয়র ৪ ওভারে ৩০ রান খরচ করে ১টি উইকেটꦐ সংগ্রহ করেন। ম্যাচের সেরা হন রাজেন্দ্রন।