শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে একাই লড়ে যাচ্ছেন নিউজিল্যান্ডের ব্যাটার রাচিন রবীন্দ্র। প্রথম ইনিংসে লঙ্কানদের বিপক্ষে লিড নিয়েছিল কিউয়িরা। আশা করা হয়েছিল সেই লিড হয়ত কাজে লাগবে কিউয়িদের। কিন্তু কোথায় কি? পরপর উইকেট হারিয়ে উল্টে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড দলই। এখন আশার আলো বলতে 🎶একমাত্র রাচিন রবীন্দ্র, তিনি যদি উইকেটে টিকে থেকে দলকে জেতাতে পারেন তাহলে সিরিজে ১-০ এগোবে নিউজিল্যান্ড। অন্যথায় গল টেস্টে জয়ের মুখ দেখবে শ্রীলঙ্কা। সোমবার এই টেস্টের পঞ্চম এবং শেষ দিন। টেস্টের সমাপ্তির দিনে অবশ্য গলের আকাশে বর্ষণের তেমন সম্ভাবনা নেই। ফল ম্যাচের যে ফয়সলা হবেই তা আশা করাই যায়।
আরও পড়ুন-টেম্পারমেন✱্টে সমস্যা হচ্ছে, ওকে নিজের প্রতিভা বুঝতে হবে! KꦡL-কে পরামর্শ শাস্ত্রীর…
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা করে ৩০৯ রান। টপ অর্ডারের প্রথম তিন ব্যাটার মোটামুটি রান পেয়ে যাওয়ায় লড়াইয়ের জায়গায় আসে লঙ্কানরা। দিমুথ করুনারত্নে ৮৩, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৫০ রান করেন। দিনেশ চান্ডিমাল করেন ৬১ রান। অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভার ৪০ রানের ইনিংসটাও ফ্যা🐻ক্টর হয়ে গেল ꦫতা বলাই যায়। কারণ চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২০৭ রান, জয়ের জন্য তাঁদের প্রয়োজন আরও ৬৮ রান। তবে হাতে রয়েছে স্রেফ দুই উইকেট।
আরও পড়ুন-সামনে আরও ৯ টেস্ট! চেন্নাইতে জিতে রোহিত বললেন শুরুটা🗹 ভালোই হল…পন্ত-অশ্বিনে মুগ্ধ…
শ্রীলঙ্কার বোলারদের সামনে একদমই লড়াই দিতে পারেননি কিউয়ি ব্য়াটাররা। টম💧 লাথাম ২৮ রান, ডেভন কনওয়ে করেন মাত্র ৪ রান। ডারিল মিচেল করেন ৮ রান। কেন উইলিয়ামসন ৩০ রান করেন। শেষদিকে রাচিন রবীন্দ্র টম ব্লান্ডেলকে সঙ্গী করেই লড়ছিলেন, কিন্তু ব্লান্ডেলও ব্যক্তিগত ৩০ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরলেন। আপাতত আজাজ প্যাটেলের সঙ্গে উইকেটে ৯১ রানে অপরাজিত রয়েছেন রাচিন রবীন্দ্র। মেরেছেন ৯টি চার, একটি ছয়। খেলছেন একেবারে টেস্টের মতোই, ক🅷োনওরকম তাড়াহুড়ো ছাড়া। তবে হাতে রয়েছে মাত্র ২টি উইকেট। সঙ্গীরা টেলেন্ডার। ফলে ব্ল্যাক ক্যাপসদের সব আশা ভরসাই এখন শতরানের সামনে দাঁড়িয়ে থাকা রবীন্দ্রকে ঘিরে।
কয়েক বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করে দেখিয়েছিলেন বেন স্টোক্স। সেবার অবিশ্বাস্যভাবেই টেস্ট ম্যাচ জিতিয়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার। এবার শ্রীলঙ্কার মাটিতে কি তেমনই কোনও স্পেশাল পারফরমেন্স দেখাতে পারবেন রাচিন রবীন্দ্র উত্তর দেবে সময়। যদিও আরেকটি বিষয়ও থাকছে, আদৌ আজাজ প্যাটেল এবং উইল ও রুরকি তাঁকে কতটা সাহায্য করতে পারেন সেটাও দেখার। দ্বি𒁃তীয় ইনিংসে ৩টি করে উইকেট নিয়েছেন প্রবাথ জয়সূর্য এবং রমেশ মেন্ডিস।