বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জিতে আগামী দশটি টেস্টের যাত্রা শুরু করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। আরও ৯টি টেস্ট বাকি রয়েছে, তার মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে একটি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি 🅘এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫টি। চেন্নাইতে ২৮০ রানে নাজমুল হোসেন শান্তর দলকে হারানোর পর রোহিত শর্মা বলছেন, ‘আমাদের এখনও অনেকটা পথ বাকি রয়েছে সামনে, সেদিক থেকে দেখলে এই জয় খুবই ভালো। আমরা এই ফরম্যাটে অনেকদিন পর খেললেও যেমন রেজাল্ট চেয়েছি তেমনই পেয়েছি। এক সপ্তাহ আগে অনুশীলন শুরু করেছিলাম, ভালোই শুরু হয়েছে সিরিজের’।
আরও পড়ুন-পাক ড্রেসিং রুমে বসতেন অসহায় মুখে! ভারতে এসে এবার হাসি ফুটল মর্কেলের๊ মুখে…
দুর্ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেটে আগে ফিরলেও এটাই ছিল পন্তের প্রথম টেস্ট। আর কামব্যাক টেস্টেই নজর কেড়েছেন ঋষভ পন্ত। দুই ইনিংস মিলিয়ে দুই দলের ২২জন ব্যাটারের মধ্যে সর্বোচ্চ রান পন্তেরই। তাই তাঁর ইনিংসের প্রশংসা করেই হিটম্যান বলছেন, ‘ঋষভ পন্ত সত্যিই অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে♎ গেছে। যেভাবে ওই সময় ও নিজেকে সামাল দিয়েছে, তা অসাধারণ। ও আইপিএলে কামব্যাক করে, এরপর টি২০ বিশ্বকাপেও খেলে। আর টেস্ট ওর সব থেকে প্রিয় ফরম্যাট। আমাদের কাছে শুধু ওর ব্যাটিংটা বিষয় ছিল না, ব্যাট আর গ্লাভস দুই বিভাগেই ওর পারফরমেন্সই আসল। কারণ ওর মধ্যে কি দক্ষতা রয়েছে সেটা আমরা জানি। ওকে পর্যাপ্ত সুযোগ দিতে হত, সেটা পেতেই প্রমাণ করেছে নিজেকে। এক্ষেত্রে আমি ওকে কৃতিত্ব দেব, কারণ ও দলীপ ট্রফি খেলে নিজেকে টেস্টের জন্য তৈরি করে নিয়েছে। আর সেখানেও শুরুতেই ছন্দ দেখিয়েছিল ব্যাটে’।
মাত্র ১১০ ওভারের মধ্যেই বাংলাদেশের ২০টি উইকেট নিয়ে নিয়েছে ভারতীয় বোলাররা। বুমরাহ, সিরাজ, আকাশদীপ, জাদেজা, অশ্বিন। উইকেট পেয়েছেন ভারতের সব বোলারই। সেই নিয়ে রোহিত শর্মার বলছেন, ‘আমরা যেখানে যেই পরিবেশেই খেলি না কেন, সেটা দেশে হোক কি দেশের বাইরে আমাদের লক্ষ্য থাকে ভালো বোলিং ইউনিট তৈরি♌ করা। যেমনই পিচ হোক না কেন, আমরা সব সময়ই তৈরি থাকি। আমরা শেষ কয়েকবছরে যেখানে খেলেছি চেষ্টা করেছি স্পিন এবং সিম বোলিংকে একরকম গুরুত্ব দিয়ে শক্তিশালী রাখতে, যাতে সেটা ফসল দেয়। ছেলেদের কৃতিত্ব দিতেই হবে, যখন দলের দরকার পরে একে অপরের হাতে হাত ধরে ঠিক কাজটা উতরে দেয়'।
চেন্নাইয়ের পিচ নিয়ে হিটম্যান বলছেন, ' লাল মাটির পিচে সব সময়ই বোলারদের জন্য একটু সাহায্য থাকে তবে ধৈর্য্য ধরতে হয়। শ♛ুরুতেই তেমন কিছু হয়ত হয় না। এটা এমন একটা পিচ ছিল যেখানে বোলার এবং ব্যাটারদের ধৈর্য্য ধরতে হত। আমরাও তাই করেছিলাম। প্রথমে ধৈর্য্য ধরে ব্যাট করেছিল এরপর বোলিংয়ের সময়ও ঠিক জায়গায় বোলিং করে ওদের ধারাবাহিকভাবে উইকেটের পতন ঘটিয়েছি’।
আরও পড়ুন-'IPL থেকে এসেছিলাম বলে অনেকে সংশয়ে ছিল আমায় নিয়ে', ম্যাচ জিতিয়ে অশ্বিনেꦚর বোমা…
চেন্নাইতে প্রথম ইনিংসে শতরানের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে বল হাতে নিয়েছেন ৬ উইকেট। প্রত্যাশা মতোই হয়েছেন ম্যাচের সেরা। সেই ক্রাইসিস ম্যান রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে ভারত অধিনায়ক বলছেন, 'আমরা যখনই ওর স্বরনাপন্ন হই, ও তখনই ব্যাটে হোক বা বলে দলকে নির্ভরতা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। ও দলের জন্য যা করে, সেটা হয়ত আমি এখানে বলে বোঝাতেও পারব না। প্রত্যেকবা🌠রই আমরা দেখি ও আসে, নিজে꧅র কাজটা করে দেয়। এটা অসাধারণ বিষয় ওর। আর সব থেকে বড় কথা হল, ও কখনও খেলার বাইরে থাকে না। আইপিএল খেলেছে, তারপর তামিলনাড়ু প্রিমিয়র লিগেও খেলে উপভোগ করেছে। ওকে আমরা সেখানে দেখেছিলাম টপ অর্ডারে ব্যাটিং করতে, আর সেটাই আখেরে ওকে বাংলাদেশের বিরুদ্ধে ভালো ব্যাটিংয়ে সাহায্য করল'।