৪১ বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে বিহারের মতো দুর্বল দলের লড়াই নিয়ে ক্রিকেটমহলের বিশেষ আগ্রহ থাকার কথা নয়। তবে হঠাৎই একাধিক কারণে☂ পাটনার মইন-উল-হক স্টেডি🌞য়ামে অনুষ্ঠিত রঞ্জির এলিট-বি গ্রুপের ম্যাচটি স্পটলাইট কেড়ে নেয়।
প্রথমত, এই ম্যাচে ১২ বছরের এক ক্রিকেটারের রঞ্জি অভিষেক হয়, যাঁর প্রকৃত বয়স নিয়ে চর্চা শুরু হয়ে যায়। দ্বিতীয়ত, যে স্টেডিয়ামে খেলা হচ্ছে ম্য়াচটি, তার দুরবস্থা নিয়ে শুরু হয় জোর বিতর্ক। রঞ্জি ট্রফির মতো দেশের সেরা টুর্নামেন্ট এমন ঝোপঝাড়ে ভরা জঙ্༒গলে কীভাবে আয়োজিত হতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলে📖ছেন অনেকেই।
সেই তালিকায় নাম লিখিয়েছেন টিম𝔉 ইন্ডিয়ার প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ। সোশ্যাল মিডিয়ায় তিনি এমন অব্যবস্থার মধ্যে রঞ্জি ম্যাচ খেলাকে মোটেও মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন।
ম্য়াচ চলাকালীন পাটনার মইন-উল-হক স্টেডিয়ামের যে ছবি সামনে আসে, তা অবাক করে ক্রিকেটপ্রেমীদের। স্টেডিয়ামের গ্যালারির যে হাল দেখা যায়, তাকে সাপ-খ෴োপের বাসা বলাও 🌳ভুল হবে না। ঝোপঝাড়ে ভরা গ্যালারির ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিয়োর প্রতিক্রিয়ায় প্রসাদ লেখেন, ‘এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। রঞ্জি ট্রফি দেশের সেরা ঘরোয়া টুর্নামেন্ট। যারা টুর্নামেন্ট আয়োজনের স💝ঙ্গে জড়িয়ে রয়েছেন, রঞ্জির গুরুত্ব বোঝা উচিত সবার। রাজ্য ক্রিকেট সংস্থার এই জঞ্জাল সাফ না করার কোনও যথাযথ কারণই দেখছি না।'
উল্লেখ্য, মুম্বইয়ের বিরুদ্ধে এই ম্যাচে ১২ বছরের বৈভব সূর্যবংশীকে মাঠে নামায় বিহার। ইএসপিএন-ক্রিকইনফোর দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যদলের হয়ে রঞ্জি অভিষেকের দিনে বাঁ-হাতি ব্যাটার বৈভবের বয়স মাত্র ১২ বছর ২৮৪ দিন। তবে গত বছর এক সাক্ষাৎকারে তিনি নিজেই🌼 ✃জানিয়েছিলেন যে, ২৭ সেপ্টেম্বর তিনি ১৪ বছরে পা দেবেন। যদিও ক্রিকইনফোয় বৈভবের জন্মদিন দেখা যাচ্ছে ২৭ মার্চ।
বৈভব এই ম্যাচে ওপেন করতে নেমে ৪টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ১৯ রান করে আউট হন। দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে বিহার তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ৬৬ রান তোলে। তার আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মুম্বই প্রথম ইনিংসে অল-আউট হয় ২৫১ রানে🧜। ভূপেন লালওয়ানি ৬৫, সুবেদ পারকর ৫০, শিবম দুবে ৪১ ও তনুষ কোটিয়ান ৫০ রান করেন। একদা বাংলার হয়ে ম🐻াঠে নামা বীরপ্রতাপ সিং বিহারের হয়ে প্রথম ইনিংসে ৫টি উইকেট দখল করেন।