বেঙ্গালুরুতে শুরু হয়েছে প্রথম ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ। বুধবার প্রথম দিন এক বলও না খেলা সম্ভব হলেও বৃহস্পতিবার দ্বিতীয় দিনে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের দাপটের কাছে ধরাশায়ী হয়ে যায় ভারতের ব্যাটসম্যানরা। মোট ৫ জন ক্রিকেটার শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এই ৫ ক্রিকেটার হলেন বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। এর আগে ১৯৯৯ সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১ ইনিংসে ৫ ক্রিকেটার ডাক আউট হয়েছিলেন। সর্বমোট ৪৬ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। স্বভাবতই ভারতীয় ব্যাটসম্যানদের সমালোচনা শুরু হয়েছে। শুধু ক্রিকেট প্রেমীরা নন, এদিন কমেন্ট্রি করার সময় বিরাট-রাহুলদের নিয়ে ঠাট্টায় মাতলেন প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রীও।
যখন নিউজিল্যান্ড ব্যাটিং শুরু করে, তখন কমেন্ট্রি করার সময় রবি শাস্ত্রী ভারতের ব্যাটিং বিপর্যয় নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি স্কোরবোর্ডে ভারতের ৫ ক্রিকেটারের ডাক হওয়ার দৃশ্য দেখে অবাক হয়েছেন। শাস্ত্রী বলেন, ‘যখন আপনি স্কোরকার্ড দেখবেন, মনে হবে ডাক পার্টি চলছে, ৫ জন ডাক!’ এরপরেই যখন স্লিপে ফিল্ডিং করা কেএল রাহুল, বিরাট কোহলি এবং সরফরাজ খানের দিকে ক্যামেরা যায় তা দেখে এই প্রাক্তন অলরাউন্ডার বলেন, ‘ভারতে এটা শোনা যায় না - সর্বনিম্ন স্কোর, দলটি ৪৬ রানে অলআউট হয়েছ♛ে। তিনজনই স্লিপে দাঁড়িয়ে, শূন্য রানে আউট হয়েছে’।
আর দ্বিতীয় ইনিংসেই শাস্ত্রীর কটাক্ষের জবাব দিয়েছেন বিরাট, সরফরাজরা।৩৩ ওভার শেষে ভারতের স্কোর দু'উইকেটে ১৭২ রান। ৩৫ বলে ৪৩ রানে খেলছেন সরফরাজ। আর ৪৯ বলে ৪০ রান🍒ে খেলছেন বিরাট।
যদিও ব্যাটিং বিপর্যয়ের সম্পূর্ণ দায় নিয়েছেন রোহিত শর্মা। দ্বিতীয় দিনের শেষে প্রেস কনফারেন্স ঢোকার মুখে বলেছিলেন, ‘চালাও তলোয়ার’। হয়༒তো বুঝতেই পেরেছিলেন এমন ব্যাটিং বিপর্যয়ের পর কঠিন প্🌳রশ্নের মুখোমুখি হতে হবে তাঁকে। এদিন রোহিত স্বীকার করে নেন, তিনি পিচ বুঝতে ব্যর্থ হয়েছেন। রোহিত বলেন, ‘আপনি পিচ দেখে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তাই তা কখনও ঠিক হয়, আবার কখনও ভুল হয়। আজকে আমার সিদ্ধান্ত ভুল ছিল। আমার খারাপ লেগেছে, কারণ ব্যাটিং করার সিদ্ধান্ত আমার ছিল। ৪৬ রানে অলডাউন হয়ে যাওয়াটা অবশ্যই অধিনায়ক হিসেবে আমাকে ব্যথিত করেছিল। তবে ৩৬৫ দিনের মধ্যে দু-এক বার ভুল সিদ্ধান্ত হয়ে থাকে’।
প্রসঙ্গত, ভারত প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল বৃহস্পতিবার। সেই সিদ্ধান্তই বুমেরাং হয়। নিউজিল্যান্ডের পেসাররা পিচের সুবিধা তুলে ভারতকে ৪৬ রানে অলডাউন করে দেয়। ব্যাট হাতে একমাত্র যশস্বী জসওয়াল এবং ঋষভ পন্ত ডবল ডিজিট রান করতে সক্ষম হন। এমন লজ্জাজনক ভাবে ঘরের মাঠে অলডাউন হওয়ার কারণে প্রশ্ন উঠতে শুরু করে অধিনায়কের সিদ্ধ🌊ান্ত নিয়ে। বৃষ্টিস্নাত বেঙ্গালুরুতে প্রথম দিনের খেলায় পেসাররা বাড়তি সুবিধা পাবে, তা বুঝতে ব্যর্থ হন রোহিত শর্মা। 🌜;