গাব্বায় ভারতীয় ক্রিকেট দল ফলো অন এড়িয়ে গেছিল আকাশদীপ এবং জসপ্রীত বুমরাহর শেষ উইকেটে মাথা ঠান্ডা রেখে ব্যাটিংয়ের সৌজন্যে। যদিও লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজার ভূমিকাও কম ছিল না ম্যাচ বাঁচানোর জন্য। টেস্টের চতুর্থ দিনে জাদেজা-রাহুলের চোয়ালচাপা লড়াই সকলেরই নজরে এসেছে। জাদেজা করেন ৭৭ রান।