শুক্রবার রাজস্থান রয়্যালসকে হারি♐য়ে আইপিএল ২০২৪ এর ফাইনালে জায়গা করে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে হাফ সেঞ্চুরি করেন এনরিখ ক্লাসেন। বোলিংয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আসা♍ শাহবাজ আহমেদও বিস্ময়কর কাজ করেছেন এবং এদিনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যে কারণে শাহবাজ আহমেদকে ম্যাচের সেরার পুরস্কারও দেওয়া হয়।
আরও পড়ুন… IPL 2024 RR vs SRH: ম্য𝓡াচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল? হা🧸রের কারণ তুলে ধরলেন সঞ্জু স্যামসন
কী বললেন শাহবাজ আহমেদ?
ম্যাচের পরে শাহবাজ আহমেদ বলেন, ‘অধিনায়ক এবং কোচ আমাকে বলেছিলেন পরিস্থিতির উপর নির্ভর করে আমরা আপনাকে ব্যবহার করব, আমার ভূমিকা ছিল নীচের অর্ডারে ব্যাট করা এবং তারা বলেছিল যদি আমরা ভেঙে পড়ি আমরা আপনাকে পাঠাব। যখন আমি ব্যাটিং করতে আসি, তখন আমার মনে হয়েছিল যে এই উইকেটে কিছু আছে এবং যেভাবে আবেশ এবং সন্দীপ বোলিং করেছে সেটা পরিষ্কার হয়েছিল। এমন খেলায় ম্যান অফ দ্য ম্যাচ পেয়ে আমি গর্বিত, ক্যাম্পে পরিবেশটা বেশ স্বস্তিদায়ক। ফাইনাল জেতার পরই আমরা উদযাপ𝐆ন করব, আজ রাতে আমরা আরাম করব।’
আরও পড়ুন… কার পরামর্শে শাহবাজকে ইমপ্যাক্ট প্লেয়ার করা হল! রহস্য ফাঁস করলেন SRH ক্যাপ্টেন প্যাট কাꦏমিন্স
তবে এখানেই শেষ নয় এরপরে যখন শাহবাজ আহমেদ দলের সঙ্গে টিম হোটেলে ফিরে যান 🃏সেখানেও একই কথা বলেন। জয়ের পর দলের হিরো শাহবাজ যখন টিম হোটেলে কেক কাট🃏েন তখন উমরান মালিক তাঁকে কেক লাগিয়ে দেন। তার সতীর্থরা এক প্রকার কেক দিয়ে শাহবাজ আহমেদের ওপর হামলা চালান।
আরও পড়ুন… শাস্তি পেলেন শিমরন হেতমায়ের! IPL-এর আচরণ♛বিধি লঙ্ঘন করায় RR-এরﷺ তারকা ব্যাটারের জরিমানা
কেক কাটা নিয়ে কী ঘটনা ঘটেছিল-
ম্যাচ শেষে দলের খেলোয়াড়রা হোটেলে পৌঁছে জয় উদযাপন করেন। হোটেলের কর্মীরা সেখানে কে☂কের ব্যবস্থা করেছিলেন। কেক কাটতে আসেন দলের তারকা ব্যাটসম্যান অভিষেক শর্মা ও বোলার শাহবাজ আহমেদ। কেক কাটার পর উমরান মালিক কেকের একটি বড় অংশ কেটে হাতে নেন। সতীর্থের হাতে কেক দেখে খানিকটা ভয় পেয়ে যান শাহবাজ আহমেদ। তিনি হাসতে হাসতে বললেন, কেউ যেন তার গায়ে কেক না লাগায়। তবে উমরান মালিক তার মুখে কেক দেন। আরও কয়েকজন শাহবাজের মুখে কেক লাগিয়ে দেন। তখন উমরান এসে সতীর্থ কেক মাখা শাহবাজকে জড়িয়ে ধরেন। শাহবাজ এই কেক পার্টির পরে বলেছিলেন যে তিনি খুশি যে দল ফাইনালে উঠেছে এবং তিনি চান হায়দরাবাꦑদ শিরোপা জিতুক।
আরও পড়ুন… দ্রাবিড়ের বদলি হতে রাজি নন লক্ষ্মণ! ভারতীয় ꩵদলের কোচ নয়, IPL-এ ফিরতে চান ভিভিএস- রিপোর্ট
কেমন পারফরমেন্স করেছিলেন শাহবাজ আহমেদ-
গুরুত্বপূর্ণ ম্যাচে শাহবাজ আহমেদ প্রথমে ব্যাট হাতে ১৮ বলে ১৮ রানের ইনিংস খেলেন। এই সময়ে তিনি একটি ছক্কাও হাঁকান। দলকে ১৭৫ রানে নিয়ে যাওয়ার জন্য বড় ভূমিকা পালন করেছিলেন শাহবাজ আহমেদ। এরপরে বল হাতে করেন আসল কাজ। নিজের ৪ ওভারের কোটায় ২৩ রান দিয়ে তিন উইকেটꦰ শিকার করেন বাংলার শাহবাজ আহমেদ। এই সময়ের মধ্যে তার ইকোনমি রেট ছিল ৫.৮০। এদিন তিনি যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ ও রবিচন্দ্রন অশ্বিনকে সাজঘরের রাস্তা দেখান। এ✅ই পারফরমেন্সের কারণে ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি।