রোহিত শর্মারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ফাইনালে নামার আগে থেকেই ওদেশের মহিলা ক্রিকেট দলের উপর ছড়ি ঘোরাচ্ছেন হরমনপ্রীত কৌররা। দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল এই মুহূর্তে ভারত সফরে মাল্টি ফর্ম্যাট সিরিজ খেলতে ব্যস্ত। ভারতের মেয়েরা শুরুতেই ওয়ান ডে 𒐪সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকাকে। এবার চেন্নাইয়ে সিরিজের একমাত্র টেস্টেও দাপট দেখাচ্ছেন হরমনপ্রীতরা।
চিপকে টস জিতে শুরুতে ব্যাট করতে নামা ভারত তাদের প্রথম ইনিংসে যে রকম তাণ্ডব চালায়, তাতে লজ্জা পাবে ইংল্যান্ডের ব্যাজবল শৈলী। ভারত প্রথম দিনে ৯৮ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ৫২🐻৫ রান তুলে ফেলে। প্রথম দিনে ডাবল সেঞ্চুরি করেন শেফালি বর্মা এবং সেঞ্চুরি করেন স্মৃতি মন্ধন🔯া।
শেফালি ১৯৭ বলে ২০৫ রান করে আউট হন। তিনি ২৩টি চার ও ৮টি ছক্কা মারেন। মন্ধনা ১৬১ বলে ১৪৯ রান করে সাজঘরে ফেরেন। তিনি ২৭টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া জেমিমা রডরিগেজ ৯৪ বলে ৫৫ রান করে মাঠ ছাড়েন। তিনি ৮টি চার মারেﷺন। প্রথম দিনের শেষে হরমনপ্রীত কৌর ৪২ ও রিচা ঘোষ ৪৩ রানে নট-আউট থাকেন।
দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে ভারত তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৬ উইকেটে ৬০৩ রান তুলে। মেয়েদের টেস্টে এটি সর্বোচ্চ দলগত ইনিংসের ন✃তুন বিশ্বরেকর্ড। এই প্রথমবার কোনও দল মেয়েদের টেস্টে এক ইনিংসে ৬০০ রানের গণ্ডি টপকায়। এতদিন মেয়েদের টেস্টে সব থেকে বেশি রানের দলগত ইনিংসের বিশ্বরেকর্ড ছিল অস্ট্রেলিয়ার দখলে। তারা এবছরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পারথ টেস্টে ৯ উইকেটে ৫৭৫ রান তোলে। সুতরাং, অস্ট্রেলিয়ার সেই বিশ্বরেকর্ড ভেঙে দিল ভারত।
হরমনপ্রীত কৌর ১১৫ বলে ৬৯ রান করে আউট হন। তিনি ৪টি চার মারেন। নিশ্চিত শতরান হাতছাড়া করেন🧸 রিচা ঘোষ। তিনি ৯০ বলে ৮৬ রানের আগ্রাসী ইনিংস খেলে আউট হন। মারেন ১৬টি চার। দীপ্তি শর্মা ৭ বলে ২ রান করে নট-আউট থাকেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ১৪১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন ডেলমি টাকার। ১টি করে উইকেট সংগ্রহ করেন নাদিন ডি'ক্লার্ক, টুমি সেখুখুন ও ননকুলুলেকো ম্লাবা। উইকেট পাননি মাসাবাতা ক্লাস, অ্যানেরি 🐼ও সুন লাস।
পালটা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ൲দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ২৩৬ রান সংগ্রহ করেছে। তারা সাকুল্যে ৭২ ওভার ব্যাট করে। 💎অর্থাৎ, ভারতের থেকে এখনও ৩৬৭ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
লরা উলভার্ট ২০, অ্যানেক বোশ ৩৯, সুন লাস ৬৫ ও ডেলমি টাকার শূন্য রানে আউট হয়েছেন। 🎉মারিজান কাপ ৬৯ রানে নট-আউট থাকেন। ১২৫ বলের ইনিংসে তিনি ৮টি চার মেরেছেন। ২৮ বলে ২৭ করে নট-আউট থাকেন নাদিন ডি'ক্লার্ক। তিনি ৫টি চার মারেন। ভারতের স্নেহ রানা একাই ৩টি উইকেট নিয়েছেন। ১টি ✨উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা।