শুরু হয়ে গেছে আইপিএলের নিলাম অনুষ্ঠান। এই প্রথমবার আইপিএলের নিলাম অনুষ্ঠিত হচ্ছে বিদেশের মাটিতে। ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে দলের মেন্টর ও কোচেরা হাত লাগিয়েছিলেন দল নির্বাচন করতে। নিজেদের সাধ্যমত 🧸ক্রিকেটার তুলতে ঝাঁপিয়ে পড়েছে সকলে। এই ঐতিহাসিক মুহূর্তের সঞ্চালনার এবার সাক্ষী হলেন একজন মহিলা। নাম মল্লিকা সাগর। তবে অনুষ্ঠান শুরুর আগে মহিলা সঞ্চালককে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন রিচার্ড ম্যাডলে। নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইটের মাধ্যমে তি🦋নি মল্লিকাকে অভিনন্দন জানাচ্ছেন এবং আইপিএলের নিলামের সব স্মৃতি তাঁর মনে থাকবে চিরকাল। এই টুইট করার সঙ্গে সঙ্গে পড়তে থাকে বিভিন্ন রকমের কমেন্ট। অধিকাংশের একটাই বক্তব্য যে তারা রিচার্ডকে মিস করবেন। কারণ তিনি এতবছর নিলাম সঞ্চালনা করে এসেছেন। গত বছর নিলাম পর্বের মাঝেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
দুবাইয়ের 'কোকা কোলা এরিনা'তে শুরু হয়েছে ২০২৪ আইপিএলের নিলাম অনুষ্ঠান। ইতিমধ্যেই, চড়া দামে কেনা হয়েছে বহু ক্রিকেটারকে। তবে এবার এই নিলামের ক্ষেত্রে ঘটেছে একটি বিশেষ পরিবর্তন। এবার সঞ্চালনার দায়িত্বে নেই কোনও পুরুষ।♊ অর্থাৎ এবার নেই রিচার্ড ম্যাডলে। তাঁ𒀰র পরিবর্তে এবার সঞ্চালনার দায়িত্বে মল্লিকা সাগর। দীর্ঘদিন ধরে তিনি করে এসেছেন সঞ্চালনা। এবার সেই দায়িত্ব না পাওয়ায় স্বাভাবিকভাবেই তাঁর মন খারাপ হয়েছে। তবে মল্লিকা সাগরকে অভিনন্দন দিতে বাদ যাননি তিনি। নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি ছবি দিয়ে টুইটের মাধ্যমে মল্লিকাকে দিয়েছেন বিশেষ বার্তা।
আইপিএল নিলামে ব্যবহার হওয়া গ্যাভেলের ছবি দিয়ে ক্যাপশনে রিচার্ড লেখেন, 'অভিনন্দন জানাই মল্লিকা তোমাকে। এর চেয়ে সম্মানজ🦄নক উপহার খুব কমই হয় আজকের দিনে। এই ঐতিহাসিক মুহূর্তের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে। আমার শুভেচ্ছা রইল তোমার সাথে। এতদিন ধরে সঞ্চালনার ভূমিকায় আমি ছিলাম, তাই সব স্মৃতি আমি চিরকাল মনে রাখবো।'
এই টুইট পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই কমেন্ট করতে শুরু করেন বিভিন্ন এক্স হ্যান্ডেল ব্যবহারকারী। অধিকাংশেরই দাবি তারা রিচার্ডকে মিস করবেন। যদিও এক ব্যবহারকারীকে জবাব দিয়েছেন রিচার্ড। তিনি দাবি করেন যে তিনি বহু ক্রিকেটপ্রেমীদের ছোটবেলার স্মৃতি উপহার দিয়েছেন। রিচার্ড জবাব দেন, 'ধন্যবাদ এটার জন্যে। আজ ౠআমার মনে হচ্ছে আমি তোমার মত বহু ক্রিকেটপ্রেমীকে ছোটবেলার আনন্দ করার স্মৃতি দিয়েছি।'