শনিবার হরমনপ্রীত কৌরের অতিমানবিক ইনিংসে ভর করে কার্যত হারা ম্যাচে জয় তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার রিচা ঘোষের মারকাটারি ইনিংস সত্ত্বেও রুদ্ধশ্বাস ম্যাচ জেতে দিল্লি ক্যাপিটালস। এমন রꦉোমাঞ্চকর লড়াই বুঝিয়ে দেয়, ডব্লিউপিএলে প্রতিদ্বন্দ্বিতা কোন মাত্রায় পৌঁছেছে।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্🌱ধে জয়ের জন্য শেষ ওভারে আরসিবির দরকার ছিল ১৭ রান। জেস জোনাসেনের শেষ ওভারে জোড়া ছক্কা হাঁকান রিচা ঘোষ। সেই সঙ্গে একটি সিঙ্গল ও ১টি ডাবল নেন তিনি। ও🎃ভারের প্রথম ৫ বলে ১৫ রান সংগ্রহ করে আরসিবি। সুতরাং, শেষ বলে ২ রান সংগ্রহ করলেই ম্যাচ জিতত ব্যাঙ্গালোর। তবে শেষ বলে রান-আউট হয়ে বসেন রিচা। তার আগে ম্যাচের শেষ ওভারেই রান-আউট হন দীশা। অর্থাৎ, শেষ ওভারে জোড়া রান-আউটের মাশুল দিয়ে মাত্র ১ রানে ম্যাচ হেরে বসে আরসিবি।
দিল্꧙লির অরুণ জ🌃েটলি স্টেডিয়ামে লিগের ১৭তম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ক্যাপিটালস। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। জেমিমা রডরিগেজ ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন। তিনি ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫৮ রান করে সাজঘরে ফেরেন।
ওপেন করতে নেমে ক্যাপ্টেন মেগ ল্যানিং করেন ২৬ বলে ২৯ রান। তিনি ৫টি চার মারেন। অপর ওপেনার শেফালি বর্মা ১৮ বলে ২৩ রান করেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ৩২ বলে ৪৮ রান করে মাঠ ছাড়েন অ্যালিস ক্যাপসি। তিনি ৮টি চার মারেন। ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ১২ রান করে অপরাজিত থাকেন মারিজান কাপ। আরসিবির শ্রেয়াঙ্কা পাতিল ৪ ওভারে 𒉰২৬ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন। ২৯ রানে ১টি উইকেট নেন আশা।
আরও পড়ুন:- ১ ♈থেকে ৭০০, টেস্টে জেমস অ্যান্ডারসনের মাইলꦦস্টোন উইকেটের শিকার হয়েছেন কারা
জবাবে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮০ র💜ানে আটকে যায়। ২৯ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন রিচা ঘোষ। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। ৩২ বলে ৪৯ রান করেন এলিস পেরি। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। স্মৃতি মন্ধনা ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৫ রান করে আউট হন।
আরও পড়ুন:- ৭০০ টেস্ট উইকেট! 🎃আর কোনও পেসারের পক্ষে অ্যান্ডারসনকে ছোঁয়া সম্ভব নয়, দাবি ম্যাকগ্রার
১টি করে উইকেট নেন দিল্লির মারিজান কাপ, অ্যালিস ক্যাপসি, শিখা পান্ডে ও অরুন্ধ🍷তী রেড্ডি। ম্যাচের সেরা হন জেমিমা। এই জয়ের সুবাদে দিল্লি ক্যাপিটালস প্লে-অফের টিকিট নিশ্চিত করে।